Connect with us
ক্রিকেট

এক যুগ পর এমন দুঃসংবাদ পেলেন বিরাট কোহলি

virat kohli
বিরাট কোহলি। ছবি- সংগৃহীত

ব্যাট হাতে এতো খারাপ সময় কবে পার করেছেন সেই সময়টা মনে করতে খুদ বিরাট কোহলিকেই কিছুটা অপেক্ষা করতে হবে। মাঠে নামলেই যার ব্যাট হাসতো তার ব্যাটে এমন রান খরা কোহলি ভক্তদেরও অবাক করেছে। অস্ট্রেলিয়ার মাটিতে সদ্য সমাপ্ত বোর্ডার-গাভাস্কার ট্রফিতে পুরো আসরে ২শ রানও করতে পারেননি বিরাট কোহলি।

এদিকে মন খারাপের সময়ে কোহলিকে আরও একটি দুঃসংবাদ দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক-আইসিসি। ভারতীয় এই তারকা ক্রিকেটার তার ক্যারিয়ারে এক যুগ পর এমন দুঃসংবাদটি পেলেন।

আইসিস্যার নতুন হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিং তালিকায় ৩ ধাপ পিছিয়ে কোহলি নেমেছেন ২৭ নম্বরে। গত ১২ বছরেও এত নিচে নামেননি টিম ইন্ডিয়ার তারকা এই ক্রিকেটার।


আরও পড়ুন :

» সাকিব-ফিজদের পর পিএসএল ড্রাফটে আরো ২১ বাংলাদেশি

» ২০২৫ সালে আর্জেন্টিনার যত খেলা, পূর্ণাঙ্গ সময়সূচি

» চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের থাকা নিয়ে যা বললেন প্রধান নির্বাচক


এক যুগ আগে ২০১২ সালের ডিসেম্বরে টেস্ট র‍্যাঙ্কিংয়ে বিরাট কোহলি ৩৬তম ছিলেন। দীর্ঘ ১২ বছর পর এবারই প্রথম ২৫ এর ঘর থেকে ছিটকে এতো দূর গেলেন তিনি।

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে বিরাটের হতশ্রী ব্যাটিং

২০২৪-২৫ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৫ টেস্টে ৯ ইনিংসে মাঠে নেমে ১৯০ রান করেছেন কোহলি। আসরে সর্বোচ্চ একশ রান করেছেন পার্থে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে।

এছাড়া টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে আছেন—জো রুট, হ্যারি ব্রুক, কেইন উইলিয়ামস, যশস্বী জয়সওয়াল, ট্রাভিস হেড।

এদিকে টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার বোল্যান্ড। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৩ টেস্টে ৬ ইনিংসে ২১ উইকেট পেয়েছেন এই অজি ক্রিকেটার। এছাড়া সিডনিতে পঞ্চম টেস্টে ১০ উইকেট নিয়ে ম্যান সেরাও হয়েছেন তিনি। এর পুরস্কারও পেয়েছেন এই পেসার। ২৯ ধাপ এগিয়ে টপ টেনে জায়গা করে নিয়েছেন এই পেসার। ৭৪৫ রেটিং পয়েন্ট নিয়ে তালিকায় তার অবস্থান ৯ নম্বরে। এছাড়া তার সমান ৭৪৫ রেটিং নিয়ে যৌথভাবে ৯ নম্বরে আছেন ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা।

অপরদিকে ৯০৮ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে আছেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরা। বোর্ডার-গাভাস্কার ট্রফির এবারের আসরে সর্বোচ্চ ৩২ উইকেট পেয়েছেন তিনি। এছাড়া ৮৪১ রেটিং নিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।

ক্রিফোস্পোর্টস/৮জানুয়ারি২০২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট