Connect with us
ক্রিকেট

ব্যাট উপহার পেয়ে বাংলায় কথা বললেন বিরাট কোহলি

মেহেদি মিরাজ ও বিরাট কোহলি। ছবি- সংগৃহীত

কানপুরে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পর বিরাট কোহলিকে নিজের প্রতিষ্ঠানে তৈরি ব্যাট উপহার দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কোহলিকে উপহার দেওয়া সেই ব্যাটের ভিডিও। যা আরও বেশি সবার নজর কেরেছে ভারতীয় তারককার বাংলা কথা বলায়।

বিরাট কোহলির সঙ্গে মেহেদী হাসান মিরাজের সেই ভিডিও আরো দুদিন আগে ম্যাচ শেষ হওয়ার পরের। তবে বর্তমানে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল। কেননা ভারতীয় ক্রিকেটারদের বাংলায় কথা বলতে খুব কম শোনা যায়। যেমনটা এবার শোনা গেছে মিরাজের কাছ থেকে ব্যাট উপহার পেয়ে।

কানপুরে টিম হোটেলে পরশু দ্বিতীয় টেস্ট শেষে মিরাজ নিজের প্রতিষ্ঠান ‘এমকেএস স্পোর্টসের’ ব্যাট উপহার দেন কোহলিকে। নিজের কোম্পানির ব্যাটের প্রচারণা চালাতে মিরাজ কথা বলেছেন বাংলাতেই। তবে কোহলির কাছে যখন জানতে চাওয়া হলো তখন তিনিও শুরুতে বাংলায় উত্তর দিয়েছেন।

ভারতীয় এই তারকা ক্রিকেটার ব্যাট ইঙ্গিত করে প্রথমে এক বাক্যে বলেন, ‘এমকেএস ব্যাট খুব ভালো আছি (আছে)।’ তার এমন বাংলা কথার পর দুজনেই হেসে ওঠেন। এরপর মিরাজের ব্যাট তৈরীর প্রতিষ্ঠানকে শুভকামনা জানিয়ে আরও অনেক কথা বলেন কোহলি। তবে সেগুলো ছিল ইংলিশ ও হিন্দিতে।

>> ভাইরাল ভিডিও দেখতে ক্লিক করুন। 

বিরাট কোহলি ব্যাটের প্রশংসা করে বলেন, ‘খুব ভালো ব্যাট, এটা বেশ ভালো। আপনাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। অনেক ভালো ব্যাট বানাচ্ছেন আপনারা। এমন ব্যাট সামনেও বানিয়ে যান এবং সকল ক্রিকেটারদের ভালো মানের ক্রীড়া সামগ্রী দিতে থাকেন।’

বিরাট কোহলি ছাড়াও রোহিত শর্মাকে এমকেএসের ব্যাট উপহার দিয়েছেন মিরাজ। এই প্রতিষ্ঠানের আরেক স্বত্বাধিকার ইমরুল কায়েসের অফিসিয়াল ফেসবুক পেইজে ভারতীয় অধিনায়ককে ব্যাট উপহার দেওয়ার বিষয়ে জানানো হয়। এ বছরের শুরুতে পথচলা শুরু হয়েছিল মিরাজ-ইমরুলদের এই প্রতিষ্ঠানের।

আরও পড়ুন: বিশ্বকাপের উদ্বোধনী দিনে শুভ সূচনা করতে চায় বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/৩অক্টোবর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট