বর্তমান সময়ের সেরা ব্যাটারদের তালিকা করলে নিঃসন্দেহে উপরের দিকেই থাকবে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির নাম। চলতি আইপিএলে বিরাটের দল খুব একটা সুবিধা জনক অবস্থানে না থাকলেও নিজের নামের প্রতি সুবিচার ঠিকই করে যাচ্ছেন তিনি। এখন পর্যন্ত চলমান আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি।
রাজস্থানের বিপক্ষে নিজেদের সর্বশেষ ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হারলেও সেই ম্যাচে উজ্জ্বল ছিল বিরাটের ব্যাট। আইপিএলের অষ্টম সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ভারতীয় তারকা ব্যাটার। আসরের প্রতি ম্যাচেই রান এসেছে তার ব্যাট থেকে। যেখানে বিরাট নিজেই বোলারদের ভয়ের কারণ, সেখানে তিনি নিজেও একটা ভিন্ন জায়গায় পান ভয়।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু করা এক ভিডিও পোস্টে বিরাট জানিয়েছেন নিজের সবচেয়ে বড় ভয়ের কথা। যেখানে তিনি বলেছেন, ‘টারবুল্যান্সকে আমি খুবই ভয় পাই। ওহ মাই গড, আমি খুব বিমূঢ় এবং বোকা বনে যাই যখনই কোনো খারাপ টারবুল্যান্সের মুখোমুখি হই। সম্ভবত আমিই সিটের পাশ শক্ত করে ধরা প্রথম ব্যক্তি হব। এ সময় আমার মনে হয় আমি শেষ।’
কী এই টারবুল্যান্স ভীতি? বিরাটের এই টারবুল্যান্স ভীতি হয় মূলত বিমানে চড়ার সময়। বায়ুপ্রবাহের চাপ এবং বিমানের গতিবেগের আকস্মিক পরিবর্তন হলে বিমানে একটা ধাক্কা লাগে, যাকে এয়ার টারবুল্যান্স বলে। এই এয়ার টারবুল্যান্সকেই ভীষণ রকম ভয় পান কোহলি। এবারের আইপিএল ম্যাচ গুলো ভারতের বিভিন্ন শহরে হওয়ায় বিরাটের ভয়টা যেন বেড়েছে আরও।
কেননা এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে যেতে বিমানের ব্যবহার করা হয় বেশি। এয়ার টারবুল্যান্সকে ভয় পেলেও আইপিএলে মাঠের খেলায় এসবের কোন ছাপ নেই। এখন পর্যন্ত বেঙ্গালুর হয়ে খেলা পাঁচ ম্যাচে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৩১৬ রান করে বর্তমানে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন বিরাট।
আরও পড়ুন: ঈদের শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড
ক্রিফোস্পোর্টস/১০এপ্রিল২৪/এফএএস