Connect with us
ক্রিকেট

রোনালদোর কাছে অচেনা বিরাট কোহলি!

Virat Kohli unknown to Ronaldo
কোহলিকে বিশ্বের অনেক অ্যাথলেটরা চিনলেও রোনালদোর কাছে অচেনা! ছবি- সংগৃহীত

ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয় কোহলিকে। বিশ্ব ক্রীড়াঙ্গনে সবচেয়ে পরিচিত ক্রিকেটার হিসেবে তার নাম বলা হলেও হয়তো ভুল বলা হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারীর সংখ্যার হিসেবে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির পরই হরহামেশাই তার নামটাই দেখা যায়। অথচ সেই বিরাট কোহলিকেই কি না চিনতে পারলেন না রোনালদো নাজারিও!

ক্রিকেট খেলাটা এখনও বিশ্বব্যাপী অতেটা জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। দক্ষিণ এশিয়ার বাইরে খেলাটির এখনও তেমন পরিচিতি ছড়িয়ে পড়েনি। ফুটবলের তীর্থ ভূমি হিসেবে পরিচিত লাতিন আমেরিকায়ও ক্রিকেটের তেমন একটা পরিচিতি নেই। এরপরেও ভারতের বিরাট কোহলিকে অনেক তারকা ফুটবলাররাই চেনেন, তার কোনো অর্জনে বিভিন্ন সময়েই তারকা ফুটবলাররা শুভেচ্ছা বার্তা পাঠান।

পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও কোহলিকে চেনেন। তারা দু’জন একসঙ্গে একই বিজ্ঞাপনে কাজও করেছেন। কোহলির সবচেয়ে পছন্দের তারকাও সিআর সেভেন। কিন্তু ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জয়ের নায়ক সেলেসাও স্ট্রাইকার রোনালদো নাজারিও নাকি এই ভারতীয় তারকাকে চেনেন না!

সম্প্রতি রোনালদো নাজারিওর বাড়িতে তার সাথে ইউটিউবার স্পিড দেখা করেন। স্পিড ব্রাজিলিয়ান তারকাকে প্রশ্ন করেন, ‘আপনি কি বিরাট কোহলিকে চেনেন?’ রোনালদোর পাল্টা প্রশ্ন, ‘কে?’ স্পিড জবাবে বলেন, ‘ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি।’ অকপটে রোনালদোর জবাব, ‘না’। স্পিড বিস্ময়ের সাথে বলেন, ‘আপনি কোহলিকে চেনেন না?’

রোনালদোর পাল্টা প্রশ্ন ও কে কোনো প্লেয়ার নাকি? উত্তরে এই ইউটিউবার বলেন, ‘সে একজন ক্রিকেট প্লেয়ার।’ ব্রাজিলিয়ান কিংবদন্তির জবাব, ‘ও এদিকে অতোটা জনপ্রিয় না হওয়ায় এজন্যই হয়তো তাকে আমি চিনি না।’ ‘সেটা হতে পারে তবে কোহলি বাবর আজমের মত সেরা একজন ক্রিকেটার। আপনি কোহলিকে কখনো দেখেছেন?’ জবাবে রোনালদো বলেন, ‘না, কখনোই দেখিনি।’

রোনালদোর এমন জবাবে অনেক কোহলি ভক্তই হয়তো কিছুটা আহত হতে পারেন। কোহলিকে যেখানে বিশ্বের অনেক নামি-দামি অ্যাথলেটই চেনেন সেখানে এখনও তিনি ‘সিনিয়র’ রোনালদোর কাছে অচেনা!

আরও পড়ুন: ভারতের ক্লাবে সুযোগ পেয়েও খেলা নিয়ে শঙ্কায় সাবিনা 

ক্রিফোস্পোর্টস/১১জানুয়ারি২৪/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট