Connect with us
ক্রিকেট

আফগানিস্তানের থেকে বাংলাদেশকে শিখতে বললেন বীরেন্দ্র শেবাগ

Virender Sehwag
আফগানিস্তানের থেকে বাংলাদেশকে শিখতে বললেন বীরেন্দ্র শেবাগ। ছবি- সংগৃহীত

২০২৩ বিশ্বকাপে এক বুক আশা নিয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেছিল বাংলাদেশ। সেরা তিনে থেকে ওয়ানডে সুপার লিগ শেষ করা সেই বাংলাদেশেরই কি না বিশ্বকাপে গিয়ে যাচ্ছেতাই অবস্থা। সেমিফাইনালের স্বপ্ন তো পরের কথা, কোনো মতে টেনেটুনে টেবিলের আটে থেকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে দেশে ফিরেছে সাকিব আল হাসানের দল।

আশার বেলুন ফুলিয়ে ভারতে যাওয়া টাইগারদের ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে সব দিক থেকেই সমালোচনা ধেঁয়ে আসছে তাদের দিকে৷ ব্যাটিং, বোলিংয়ে ব্যর্থতার পাশাপাশি অনেকের তীর সাকিব আল হাসানের অধিনায়কত্বের দিকেও। তার অধিনায়কত্বও নিয়েও অনেকে নাখোশ। তবে ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ মনে করেন, টাইগারদের বিশ্বকাপ ব্যর্থতার সবচেয়ে বড় দায় ব্যাটসম্যানদের।

ভারতের এই কিংবদন্তি ব্যাটসম্যান বলেন, ‘বাংলাদেশের ব্যাটসম্যানরা বিশ্বকাপে একদমই ভালো খেলতে পারেনি। যে কোন বড় আসরে খেলতে গেলে দলের ব্যাটসম্যানদেরই সুর বেঁধে দিতে হয়। কিন্তু দলের ব্যাটিং ব্যর্থতার জন্য তাদের দলও বাজে করেছে।’

তবে বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে একটি পরামর্শও দিয়েছেন শেবাগ। আসরে চমক দেখানো আফগানদের থেকে শিক্ষা নিতে বলেছেন ভারতের হয়ে বিশ্বকাপজয়ী এই ওপেনার।

শেবাগ বলেন, ‘আফগানিস্তানের দিকে তাকালে দেখতে পারবেন তাদের ভালো খেলার রহস্য। তাদের দুই ওপেনার এবং তিন, চার নম্বরে খেলা ব্যাটসম্যানরা নিয়মিত রান তুলেছে। দলীয়ভাবেও তারা ২৮০-২৯০ করে রান তুলেছে ধারাবাহিকভাবে৷ পাশাপাশি তাদের ওয়ার্ল্ড ক্লাস বোলিং ইউনিট তো আছেই।’

শেবাগ আরও যোগ করেন, ‘আফগানিস্তানের থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার আছে। বাংলাদেশের বোলারদের জন্য তো তেমন একটা সুযোগই করে দিতে পারেনি ব্যাটসম্যানরা। তাদের দেখে মনে হয়েছে উইকেটে কখন কি করতে হবে তা সম্পর্কে তারা অবগত না, তাদের বিভ্রান্ত মনে হয়েছে।’

 

রও পড়ুন: অস্ট্রেলিয়ার সাথে পারলো না জামাল ভূঁইয়ারা

ক্রিফোস্পোর্টস/১৬নভেম্বর২৩/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট