Connect with us
ক্রিকেট

অবসর ঘোষণা করে অস্ট্রেলিয়ার কোচ হচ্ছেন ওয়েড

ম্যাথু ওয়েড। ছবি- ক্রিকইনফো

অস্ট্রেলিয়ার ক্রিকেটে এক অবিচ্ছেদ্য নাম ম্যাথু ওয়েড। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এই বিশ্বকাপজয়ী ক্রিকেটার। তবে অবসর ঘোষণার পাশাপাশি দারুণ এক চমকপ্রদ খবর দিয়েছেন ওয়েড। বিদায় বললেও অস্ট্রেলিয়া ক্রিকেটের সঙ্গেই থাকবেন এই উইকেটরক্ষক ব্যাটার।

আন্তর্জাতিক ক্রিকেটের সকল ফরম্যাট থেকে বিদায় নেয়ার পরও খুব একটা বিশ্রামে থাকতে পারবেন না ম্যাথু ওয়েড। কারণ অবসরের ঘোষণার পাশাপাশি নিজের কোচিং ক্যারিয়ার শুরু করার কথাও জানিয়েছেন এই সদ্য সাবেক অজি ক্রিকেটার। সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়া দলের কোচিং প্যানেলে থাকার।

অবসর প্রসঙ্গে ওয়েড বলেন, ‘আমি জানতাম যে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষেই সম্ভবত আমার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে গেছে। আমার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের বিষয়ে এবং কোচিং নিয়ে গত ছয় মাস ধরে জর্জ বেইলি এবং অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের সাথে নিয়মিত কথা হয়েছে।’

Mathew Wade with t20 world cup

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের সাথে ওয়েড।

বেশ অনেকদিন যাবতই নিজের কোচিং ক্যারিয়ার নিয়ে ভাবছিলেন ওয়েড। এবার জীবনের নতুন অধ্যায়ের যাত্রা শুরু করার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি, ‘কোচিং গত কয়েক বছর ধরে আমার রাডারে রয়েছে এবং সৌভাগ্যক্রমে কিছু দুর্দান্ত সুযোগ আমার সামনে এসেছে। যার জন্য আমি খুব কৃতজ্ঞ এবং রোমাঞ্চিত।’

২০১১ থেকে অস্ট্রেলিয়া জাতীয় দলের প্রতিনিধিত্ব করে আসছেন ওয়েড। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার জার্সিতে ৩৬ টেস্ট, ৯৭ ওয়ানডে ও ৯২ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ওয়েড।

আরও পড়ুন:

» বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন মুখ কে এই মাহিদুল ইসলাম অঙ্কন?

» ব্যালন ডি’অর ২০২৪: কে জিতলেন কোন পুরস্কার

গত জুনে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন ম্যাথু ওয়েড। এবার আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) অবসরের ঘোষণাও দিয়ে দিলেন তিনি। এর আগে ওয়ানডে ও টেস্ট ফরম্যাট সর্বশেষ ২০২১ সালে খেলেছিলেন ওয়েড। পরবর্তীতে চলতি বছর অবসর নিয়েছিলেন লাল বলের ক্রিকেট থেকে।

আগামী ৪ নভেম্বর থেকে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং ১৪ নভেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। যেখানে টি-টোয়েন্টি সিরিজে থাকবেন না দলের নিয়মিত প্রধান কোচ অ্যান্ডু ম্যাকডোনাল্ড। তার পরিবর্তে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ আন্দ্রে বোরোভেচ। যার সহকারী হিসেবে হিসেবে কাজ করার কথা রয়েছে ম্যাথু ওয়েডের।

ক্রিফোস্পোর্টস/২৯অক্টোবর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট