Connect with us
ক্রিকেট

জোর করেই অবসরে যেতে বাধ্য করা হয়েছে ওয়াগনারকে

Wagner was forced into retirement
ওয়াগনারকে অবসরে যেতে বাধ্য করা হয়েছে বলে মন্তব্য করেছেন টেলর। ছবি- সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডের একাদশে জায়গা না পেয়ে হটাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন নিল ওয়াগনার। প্রথম টেস্টে হেরে যায় নিউজিল্যান্ড, কিন্তু সে ম্যাচেই চোটে পরেন নিউজিল্যান্ডের পেসার উইলিয়াম ও’রুয়র্ক। এতে আবার গুঞ্জন শুরু হয়, নিউজিল্যান্ড হয়তো দ্বিতীয় টেস্টেই ফেরাবে ওয়াগনারকে।

কিন্তু সেটা আর হয়নি। নিউজিল্যান্ড ও’রুয়র্কের পরিবর্তে দলে নিয়েছে বেন সিয়ার্সকে। এরপর আজ নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্যাটসম্যান রস টেলর বলেছেন, বোর্ডই ‘জোর করে’ অবসরে যেতে বাধ্য করেছে ওয়াগনারকে।

হ্যামিল্টনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়াগনারের তার শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন । সে টেস্টে জুবাইর হামজাকে আউট করে মুখে আঙুল দিয়ে উদযাপন করেছিলেন ৩৭ বছর বয়সী বাঁহাতি পেসার। সে উদযাপন নিয়ে প্রশ্নেই উত্তরে রস টেলর বললেন, এখন মনে হচ্ছে, ওই সবকিছুরই গুঢ় অর্থ ছিল। এখানে ঘুরিয়ে-পেঁচিয়ে বলার কিছু তো নেই। আমার এটাকে বাধ্যতামূলক অবসরই মনে হচ্ছে।’

তার এমন মনে হওয়ার ব্যাখ্যাও দিয়েছেন টেলর, তিনি বলেন ‘আপনি যদি ওয়াগনারের সংবাদ সম্মেলন দেখেন, ও অবসর নেওয়ার ঘোষণা দিয়েছে, তবে সেটা তো এই টেস্টের দ্বিতীয় টেস্টের পর! তার মানে ও এই টেস্টে খেলার অবস্থায় আছে বলেই বুঝিয়েছে।’

কিন্তু সিরিজের প্রথম টেস্টে হারের পরও দ্বিতীয় টেস্টে ওয়াগনারকে একাদশে না রাখার কারণেই বোর্ডকে দোষী করছেন টেলর।

তিনি আরো বলেন, ‘এতকিছুর পরও যখন ওয়াগনার দেখল তাকে একাদশে নেওয়া হলো না… আমার কথা হচ্ছে, আপনি ভবিষ্যতের পরিকল্পনা অবশ্যই করবেন, কিন্তু যখন ব্যাপারটা হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা মাত্র টেস্টের যেখানে আপনাকে জিততেই হবে, এমন অবস্থায় নিল ওয়াগনারের বাইরে কারও কথা ভাবারই তো কথা নয়! আমি নিশ্চিত অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরাও এই ভেবে শান্তিতে ঘুমাচ্ছে যে ওয়াগনার একাদশে থাকছে না।’

আরও পড়ুন: ইংল্যান্ডের ফ্রাঞ্চাইজি লিগের ড্রাফটে সাকিব-তামিমসহ ১৬ বাংলাদেশি 

ক্রিফোস্পোর্টস/৫মার্চ২৪/আরআর/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট