Connect with us
ফুটবল

নেইমারকে ফিরে পেতে চায় তাঁর শৈশবের ক্লাব!

neymar
নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

দীর্ঘদিনের কঠিন সময় পার করে আবারও ব্রাজিলের শীর্ষ লিগে ফিরেছে ব্রাজিলের জনপ্রিয় ক্লাব সান্তোস। ফলে তাঁদের একটি বড় স্বপ্ন পূরণ হয়েছে। যদিও সান্তোসের এখনও একটা চাওয়া অপূর্ণ রয়েছে। শীর্ষ লিগে ফেরার পর এবার ক্লাবটির লক্ষ্য তাদের হয়ে ক্যারিয়ার শুরু করা নেইমারকে দলে ভেড়ানো।

নেইমার জুনিয়রের ফুটবল ক্যারিয়ারের হাতেখড়ি ঘটে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসের হয়ে। মাত্র ১১ বছর বয়সে বয়সভিত্তিক দলে সান্তোসের হয়ে অভিষেক ঘটে। এরপর এই ক্লাবের হয়েই ১৭ বছর বয়সে পেশাদার লিগ ফুটবলে সুযোগ পায় ব্রাজিলিয়ান তারকা। সেখানে নিজের প্রতিভা দেখিয়ে ২০১০ সালে জাতীয় দলে সুযোগ করে নেন তিনি।

সান্তোসের হয়ে তিনি মাঠ মাতিয়েছেন ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত। এরপর স্পেনে পাড়ি জমান বার্সেলোনার হয়ে খেলার জন্য। বার্সেলোনার হয়ে খেলার সময় থেকেই তিনি হয়ে উঠেন বিশ্বের অন্যতম তারকা ফুটবলার। বার্সেলোনা ও পিএসজি মিলিয়ে ইউরোপীয় ফুটবলের সঙ্গে সময় কাটিয়েছেন ১০ বছর। এরপর গতবছর পাড়ি জমান সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে।

নেইমারের সঙ্গে আল হিলালের চুক্তি শেষ হবে ২০২৫ সালে জুন মাসে। এরপরেই নেইমার এবং আল হিলালের ভাবনা জানা যাবে। যদিও সান্তোসের সভাপতি মার্সেলো তেইসেইরা নিজেদের ভাবনাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

এসময় তিনি বলেন, ‘আমরা সান্তোসের হয়ে নেইমারকে ফিরে পেতে চায়। এ বিষয়ে আমাদের মতামত ও ধারণা পুরোপুরি পরিষ্কার। নেইমারের বাবা ও তার স্টাফদেরকেও এবিষয়েও জানানো হয়েছে। তবে যেহেতু সে এখন একটা চলমান চুক্তিতে আছে সেহেতু আমাদের চুক্তি শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

নেইমারের অনবদ্য পারফরম্যান্সের সুবাদে ২০১১ সালে লাতিন আমেরিকার কোপা লিবের্তাদোরেসে সান্তোস শিরোপা জিতেছিল ক্লাবটি। যা ছিল ক্লাবটির ৪৮ বছরের ইতিহাসে প্রথম।

১১ বছর আগে দলটি ছেড়ে চলে আসলেও নেইমারের প্রতি দলটির একবিন্দুও ভালোবাসা কমেনি। ব্রাজিলের সেরি বি-তে আগামী রবিবার ম্যাচ আছে সান্তোসের। সেখানে নেইমারের উপস্থিতি কামনা করছেন ক্লাবটির সভাপতি।

এসময় সান্তোসের সভাপতি বলেন, ‘সবসময়ের জন্যই নেইমারের জন্য সান্তোসের দুয়ার খোলা, তার জন্য বক্স প্রস্তুত রয়েছে। সে ব্রাজিলে অবস্থান করলে, তাঁকে ম্যাচ দেখতে স্বাগত জানায়।’

নেইমারেরও রয়েছে ক্লাবটির হয়ে এক অদ্ভুত আকর্ষণ। তাঁকে নিয়মিতই ক্লাবটির বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার দিতে দেখা যায়। এছাড়াও ক্লাবটির খেলোয়াড়দের নিয়মিত পরামর্শও দিয়ে থাকেন নেইমার।

সান্তোস প্রতিষ্ঠিত হয়েছিল সেই ১৯১২ সালে। এরপর থেকে শীর্ষ লিগে খেলে আসছিল ক্লাবটি। কিন্তু গতবছর সেরি আ থেকে একধাপ নিচে সেরি বি তে নেমে যায়। তবে একবছর পরে অর্থাৎ সম্প্রতি আবারও শীর্ষ লিগে জায়গা করে নিয়েছে ক্লাবটি। এবার হাতছানি দিচ্ছে সেরি বি-তে শিরোপা জেতার। রবিবারের ম্যাচটি জিততে পারলে শিরোপা নিশ্চিত হবে ক্লাবটির।

উল্লেখ্য যে গত বছর আল হিলালে যোগ দেওয়ার কিছুদিন পরই হাঁটুর চোটে মাঠের বাইরে চলে যান নেইমার। এরপর দীর্ঘ ১ বছরেরও বেশি সময় পর মাঠে ফেরেন তিনি। কিন্তু ২য় ম্যাচ খেলতে নেমেই হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে আবারও ৪-৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন নেইমার।

আরো পড়ুন : ছিটকে গেলেন রাসেল, বদলি হিসেবে দলে ডাক পেলেন স্প্রিঙ্গার

ক্রিফোস্পোর্টস/১৩নভেম্বর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল