Connect with us
ক্রিকেট

অ্যাশেজের আগে ইংল্যান্ডকে সতর্ক বার্তা দিলেন ওয়ার্নার

David Warner
ডেভিড ওয়ার্নার। ছবি- সংগৃহীত

ইংল্যান্ডের ‘বাজবল’ কৌশল নিয়ে ক্রিকেট বিশ্বে আলোচনা-সমালোচনার শেষ নেই। কোচ ব্রেন্ডন ম্যাককালাম এবং অধিনায়ক বেন স্টোকসের নেতৃত্বে এই আক্রমণাত্মক টেস্ট কৌশল বেশ কয়েকটি সাফল্য পেলেও, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য অ্যাশেজ সিরিজকে সামনে রেখে ইংল্যান্ডকে সতর্ক করে দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার।

২০২২ সাল থেকে ইংল্যান্ড ‘বাজবল’ কৌশল নিয়ে টেস্ট ক্রিকেটে নতুন ধারা সৃষ্টি করেছে। এই কৌশলের মূল উদ্দেশ্য হলো মারমুখী ব্যাটিং এবং আক্রমণাত্মক ফিল্ডিং সেটআপের মাধ্যমে প্রতিপক্ষকে চাপে রাখা। তবে ওয়ার্নার মনে করেন, অস্ট্রেলিয়ার পিচ এবং পরিবেশে এই কৌশল তেমন কার্যকর হবে না। তিনি স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘আমি জানি না, বাজবল মিথ কিনা। তবে অস্ট্রেলিয়ায় বাউন্স এবং অন্যান্য শর্ত বিবেচনায়, ইংল্যান্ডের এই কৌশল কাজে আসবে বলে মনে হচ্ছে না। অস্ট্রেলিয়ায় এমন ঘরানার ক্রিকেট খেলা অনেক বেশি ঝুঁকিপূর্ণ হবে।’

অ্যাশেজ সিরিজের ইতিহাস এবং গুরুত্ব বিবেচনায় নিয়ে ওয়ার্নার আরও বলেন, ‘এই মুহূর্তে অস্ট্রেলিয়ারাই ফেভারিট। শুধু কন্ডিশন জানার কারণে নয়, অস্ট্রেলিয়ার বোলিং বিভাগে ১ হাজার ৪০০ আন্তর্জাতিক বা টেস্ট উইকেট আছে। তারা বিশ্বমানের বোলার, সবসময়ই ঘুরে দাঁড়াবে এবং এটাই ইংল্যান্ডের জন্য সবচেয়ে বড় বাধা।’

আরও পড়ুন:

» বাংলাদেশে হামজার সূচি, কখন কোথায় দেখা যাবে তাকে?

» পৌনে ২৪ কোটি টাকার চাপ নিয়ে মাঠে নামবেন আইয়ার

অ্যাশেজ সিরিজটি শুরু হতে চলেছে আগামী ২১ নভেম্বর পার্থে। ইংল্যান্ড তাদের ‘বাজবল’ কৌশল নিয়ে সিরিজে সুবিধা নিতে চাইলেও, অস্ট্রেলিয়ার পিচ এবং বোলিং আক্রমণের সামনে এই কৌশল কতটা কার্যকর হবে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ওয়ার্নার।

ইংল্যান্ডের জন্য এই সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা গতবার ঘরের মাঠে অ্যাশেজ জিততে পারেনি। এবার অস্ট্রেলিয়ার মাটিতে তারা তাদের কৌশল নিয়ে কতটা সফল হয়, তা দেখার জন্য ক্রিকেট বিশ্ব উৎসুক। তবে ওয়ার্নারের মতে, অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং লাইনআপ এবং পিচের অবস্থা ইংল্যান্ডের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

সব মিলিয়ে অ্যাশেজ সিরিজটি হতে যাচ্ছে রোমাঞ্চকর এবং প্রতিযোগিতামূলক। ইংল্যান্ডের ‘বাজবল’ কৌশল নিয়ে সফলতা আসবে কিনা, নাকি অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ তাদের পরাস্ত করবে, তা দেখার জন্য অপেক্ষায় রয়েছে ক্রিকেট ভক্তরা।

ক্রিফোস্পোর্টস/১৫মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট