ক্রিকেটারদের জন্য তার টেস্ট অভিষেকের ক্যাপটা বিশেষ মূল্যবান হয়ে থাকে। অজি তারকা ওপেনার ব্যাটার ওয়ার্নারের জন্যও এর ব্যতিক্রম কিছু নয়। সারা জীবন নিজের কাছে সামলে রেখেছিলেন নিজের অভিষেক ক্যাপ বা ব্যাগি গ্রিনটা। তবে নিজের ক্যারিয়ারের শেষ টেস্টের আগে সেই ব্যাগি গ্রিন হারিয়ে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছিলেন ওয়ার্নার। এবার ফিরে পেলে নিজের সেই ক্যাপটা।
এর আগে মেলবোর্ন থেকে সিডনি আসার পথে ফ্লাইটে নিজের অভিষেক টেস্ট ক্যাপটা হারিয়ে ফেলেন ডেভিড ওয়ার্নার। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম একাউন্টে একটি ভিডিও প্রকাশ করে রীতিমতো আকুতি জানান ব্যাগি গ্রিনটা ফিরে পাওয়ার জন্য। এবার সিডনি টেস্ট চলাকালেই নিজের অভিষেক ক্যাপটা ফিরে পেয়েছেন ওয়ার্নার।
আজ শুক্রবার (৫ জানুয়ারি) নিজের ইনস্টাগ্রাম একাউন্টে নতুন একটি ভিডিও শেয়ার করে ব্যাগি গ্রিন ফিরে পাওয়ার খবর নিশ্চিত করেন ওয়ার্নার। তবে কে বা কারা ক্যাপটা সরিয়ে রেখেছিল বা ফিরিয়ে দিয়েছে সে সম্পর্কে কিছু জানাননি তিনি। ক্যাপ ফিরে পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করে যারা ক্যাপটা ফিরে পেতে সহায়তা করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ওয়ার্নার।
ওয়ার্নার বলেন, ‘আপনাদের সকলকে জানাতে পেরে আমি অনেক খুশি এবং স্বস্তি পাচ্ছি যে, আমার ব্যাগি গ্রিন ফিরে পাওয়া গেছে, যা একটি দারুণ সংবাদ। ক্যাপটা ফিরে পেতে কান্টাস, মালবাহী সংস্থা, আমাদের হোটেল এবং টিম ম্যানেজমেন্টসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ জানাই।’
এর আগে ব্যাগি গ্রিন হারিয়ে ২ জানুয়ারি একটি পোস্ট করে নিজের অভিষেক ক্যাপ ফিরে পাওয়ার আবেদন করেছিলেন ওয়ার্নার, ‘এটা আমার শেষ অবলম্বন। তবে আমার যে ব্যাগপ্যাকে ব্যাগি গ্রিন ছিল, সেটা লাগেজ থেকে সেটা নিয়ে নেওয়া হয়েছে। কিছু দিন আগে সেটা মেলবোর্ন বিমানবন্দর থেকে সিডনিতে যায়। এটার সঙ্গে আমার আবেগ জড়িত। এটা এমন একটি কিছু যা আমি ফিরে পেতে চাই।’
অভিষেকের ব্যাগি গ্রিন ক্যাপ নষ্ট হলে বিকল্প হিসেবে ব্যবহার করতে ওয়ার্নারের কাছে আরও একটি ব্যাগি গ্রিন ছিল। তিনি জানান, ‘যদি এই ব্যাগপ্যাকটিই আপনি চেয়ে থাকেন, আমার কাছে অতিরিক্ত একটা আছে। আপনি কোনো সমস্যায় পড়বেন না, শুধু আমার কিংবা ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করুন। আপনি যদি ব্যাগি গ্রিন ফেরত দেন, আমি আপনাকে আমার এই ব্যাগপ্যাক খুশি মনে দিয়ে দেব।’
আরও পড়ুন: অস্ট্রেলিয়া-পাকিস্তানের ম্যাচসহ আজকের খেলা (৫ জানুয়ারি ২৪)
ক্রিফোস্পোর্টস/০৫জানুয়ারি২৪/এসএফ/এজে