Connect with us
ক্রিকেট

আন্তর্জতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় বলে দিলেন ওয়ার্নার

David warner
ডেভিড ওয়ার্নার। ছবি- সংগৃহীত

অস্ট্রেলিয়া ক্রিকেটের ব্যাটিং স্তম্ভ ডেভিড ওয়ার্নার এক দিনের ক্রিকেটে তার শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছেন ভারত বিশ্বকাপের ফাইনালে। সাদা জার্সিটাও উঠিয়ে রেখেছেন চলতি বছরের শুরুতে—পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টে। আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে নিজের নামটি জড়িয়ে ছিলেন ওয়ার্নার। এবার সেই সাইন বোর্ডটিও নামিয়ে ফেলতে যাচ্ছেন এই অজি ব্যাটার।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপই হতে যাচ্ছে ডেভিড ওয়ার্নারের আন্তর্জাতিক ক্রিকেটের শেষ মঞ্চ। এরপর পুরোপুরি ক্রিকেট থেকে বিদায় নেবেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।

শুক্রবার ওয়েস্ট ইন্ডি‌জের বিপক্ষে ম্যাচজয়ী ইনিংস খেলে ট্রেড মার্ক হাসি মুখেই বিদায়ের সময় জানিয়ে বার্তা দিয়ে দেন ওয়ার্নার।

এদিকে ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১১ রানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ৩৬ বলে ৭০ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচ সেরা হন ডেভিড ওয়ার্নার। এদিন অজিদের ২১৩/৭ স্কোর লাইন টপকাতে গিয়ে ৮ উইকেটে ২০২ রানে থেমে যায় ওইন্ডিজের রানের চাকা।

David Warner in his 100th t20 match

প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ার্নারের ফিফটি। ছবি- ইএসপিএন

ম্যাচ শেষে ওয়ার্নার বলেন, ‘ম্যাচটি জয় পেরে খুব ভালো লাগছে। উইকেটও ভালো ছিল। সেই সুযোগটাই কাজে লাগিয়েছি। এখন ফ্রেশ লাগছে। আমি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চাই—সেখানেই ক্রিকেট খেলা শেষ করতে চাই। আগামী ৬ মাস আমার জন্য অন্যরকম হতে যাচ্ছে।’

এদিকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ শুরু হবে আগামী ৪ জুন। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম এই আসরের পর্দা নামবে ৩০ জুন। ওয়েস্ট ইন্ডি‌জ ও যুক্তরাষ্ট্র যৌথভাবে এবারের আসরটি আয়োজন করবে। সেই হিসেবে ২০২৪ সালের জুনেই দীর্ঘ ১৫ বছরের বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন অস্ট্রেলিয়ান এই তারকা ক্রিকেটার।

আরও পড়ুন: শততম টি-টোয়েন্টিতে ঝড়ো ফিফটি করলেন ডেভিড ওয়ার্নার

ক্রিফোস্পোর্টস/১০ফেব্রুয়ারি২৪/এসএ/এফএএস 

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট