আনুষ্ঠানিকভাবে গতকাল আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসরে গেলেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারের শেষ ম্যাচটিও খেলে ফেলেছেন গত বছর ভারতের আহমেদাবাদে বিশ্বকাপ ফাইনালের মধ্য দিয়ে। আর বাকি রইল ২০ ওভারের সংস্করণ ক্রিকেট। জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও অবসরে যেতে চান ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মধ্য দিয়েই।
ওয়ার্নার যদিও ওয়ানডেতে খেলার দরজা তার পক্ষ থেকে খোলা রেখেছেন। অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট যদি চায় তবে ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে হলুদ জার্সি গায়ে চড়াতে প্রস্তুত ডেভিড। তবে সে সম্ভাবনা খুব ক্ষীণই বলা যায়। তাই আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে যৌথভাবে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপই হয়তো অজিদের হয়ে জাতীয় দলের জার্সি গায়ে চড়ানোর শেষ টুর্নামেন্ট হতে যাচ্ছে ডেভিড ওয়ার্নারের জন্য।
ডেভিড ওয়ার্নারেরও অবসরের বিষয়ে ভাবনা হলো, বিশ্বকাপটা জিতেই ব্যাট-প্যাড তুলে রাখতে চান তিনি। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পরই এ কথা জানিয়েছেন ওয়ার্নার। তবে এমন নয় যে এই শিরোপাটা এখনও জেতা হয়নি ওয়ার্নারের। ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেই নিজেদের ইতিহাসে প্রথমবারের মত ২০ ওভারের বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল অজিরা। ডেভিড ওয়ার্নার নিজেও সে দলের সদস্য ছিলেন।
ওয়ানডেতে দু’বার শিরোপা জেতা ওয়ার্নারের স্বপ্ন হয়তো টি-টোয়েন্টিতেও সংখ্যাটা সমান করে নেয়া। সাথে বিশ্বকাপ জিতে অবসরে যাওয়া তো যে কারো জন্যই স্বপ্নের মত ব্যাপার। এই বিষয়ে ওয়ার্নার বলেন, ‘হ্যা, এটা বলা যায় যে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে অবসরে যাওয়াটা আমার শেষ লক্ষ্য। জাতীয় দলে আমার শুরুটাও হয়েছিল টি-টোয়েন্টি দিয়েই, শেষটাই এভাবেই হতে চলেছে। এটিই সবচেয়ে উপযুক্ত বলে আমার মনে হয়েছে।’
‘এই খেলাটাকে আমি অসম্ভব ভালোবাসি৷ তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অস্ট্রেলিয়ার হয়ে আরেকটি বিশ্বকাপ জেতাটা আমার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মত হবে’ – যোগ করেন ওয়ার্নার।
আরও পড়ুন: ফুরফুরে মেজাজেই বিশ্বকাপ যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশের যুবারা
ক্রিফোস্পোর্টস/৭ জানুয়ারি ২৪/এমএ