নিজের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের একেবারে সায়াহ্নে দাঁড়িয়ে আছেন অজি তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই তুলে রাখবেন জাতীয় দলের জার্সি। তবে তার আগে অস্ট্রেলিয়ার সূচিতে একমাত্র দ্বিপাক্ষিক সিরিজ ছিল কিউইদের বিপক্ষে, যা চলমান রয়েছে।
এরই মধ্যে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি শেষ হয়েছে। তবে সিরিজের শেষ ম্যাচে আগামীকাল মাঠে নামার আগেই চোটের কারণে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ডেভিড ওয়ার্নার। এতে করে নিজের শেষ দ্বিপাক্ষিক সিরিজ অসমাপ্ত রেখেই দেশে ফিরবেন তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে কেবল প্রথম ম্যাচেই মাঠে নেমে ছিলেন ওয়ার্নার। দ্বিতীয় ম্যাচে একাদশে রাখা হয়নি তাকে। প্রথমে বলা হয়েছিল বিশ্রাম দিতে এই তারকা ওপেনারকে খেলানো হয়নি সে ম্যাচে। তবে পরবর্তীতে জানা যায়, মূলত চোটের কারণে দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। এমনকি খেলতে পারবেন না পরের ম্যাচেও।
পায়ের মাংসপেশির চোটে পড়েছেন ওয়ার্নার। তবে চোট খুব একটা গুরুতর নয় বলে জানা গেছে। এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, ছোট একটি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে ওয়ার্নারকে। তবে আশা করা হচ্ছে আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অনুষ্ঠিত আইপিএলে পাওয়া যাবে তাকে।
ইএসপিএন ক্রিকইনফো’র তথ্যমতে, ইনজুরি থেকে সেরে উঠতে ওয়ার্নারের ৭-১০ দিন লাগতে পারে। এর আগে অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার টেস্ট এবং ওয়ানডে ফরমেটের ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছেন। এখন শুধু খেলছেন ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরমেটে। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণ থেকেও নিজেকে সরিয়ে নিবেন, এমনটাই ঘোষণা দিয়ে রেখেছেন তিনি।
আরও পড়ুন: এমবাপ্পে রিয়ালে গেলে জায়গা হারাবেন কে?
ক্রিফোস্পোর্টস/২৪ফেব্রুয়ারি২৪/এফএএস