আগেই জানা গিয়েছিল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আন্তর্জাতিক ক্রিকেটকে একেবারে বিদায় বলবেন অজি তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। ইতোমধ্যেই ওয়ানডে এবং টেস্ট ফরমেটে খেলে ফেলেছেন নিজের শেষ ম্যাচ। এখন কেবল টি-টোয়েন্টি জার্সিতে খেলছেন জাতীয় দলের হয়ে। এবার দেশের মাটিতে শেষ টি-টোয়েন্টি ম্যাচটাও খেলে ফেললেন ওয়ার্নার।
আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে থাকলেও ব্যাট হাতে এখনো ফুরিয়ে যাননি এই অজি ক্রিকেটার সেই প্রমাণটাই রাখলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে। এদিন তার দল হারলেও তিনি ব্যাট হাতে ছিলেন উজ্জ্বল। মাত্র ৪৯ বলে খেলেন ৮১ রানের ঝলমলে একটি ইনিংস।
ম্যাচ শেষে ডেভিড ওয়ার্নার জানান দেশের মাটিতে জাতীয় দলের হয়ে এটাই ছিল তার শেষ ম্যাচ। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত খেলার কথা থাকলেও এর মাঝে দেশের মাটিতে আর কোন টি-টোয়েন্টি সিরিজ নেই অস্ট্রেলিয়া জাতীয় দলের। তাই ঘরের মাটিতে জাতীয় দলের জার্সিতে তাকে দেখার সম্ভাবনা নেই বললেই চলে।
নতুন দিনের ক্রিকেটারদের জন্য জায়গা ছেড়ে দিতে চান ওয়ার্নার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার কাছে জানতে চাওয়া হয় আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি অবসর নেবেন কি না। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, আমার ওখানেই শেষ। এখন তরুণদের মেলে ধরার সময়। আমাদের প্রচুর প্রতিভাবান খেলোয়াড় আছে।’
এটাই কি তবে নিজ দেশে ওয়ার্নারের শেষ ম্যাচ কিনা, এর উত্তরে ওয়ার্নার বলেন, ‘অবশ্যই’। জাতীয় দলের হয়ে নিজের পরবর্তী পরিকল্পনাও প্রকাশ করেছেন তিনি, ‘নিউজিল্যান্ড সিরিজের পর আইপিএলে খেলব, তারপর ক্যারিবিয়ানে যাব বিশ্বকাপে খেলতে।’ বিশ্বকাপের আগে তাই আর অস্ট্রেলিয়ার জার্সিতে দেশের মাটিতে খেলার সুযোগ নেই তার।
আরও পড়ুন: ৫০ বছর বয়সেও খেলে বিশ্বরেকর্ড গড়তে চান তাহির
ক্রিফোস্পোর্টস/১৪ফেব্রুয়ারি২৪/এফএএস