আগামীকাল পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ দিয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন অভিজ্ঞ অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। তবে শেষ ম্যাচের আগে এক দুঃসংবাদ পেলেন তিনি। বিদায়ী টেস্টের আগেই খোয়া গেছে তার অভিষেক ম্যাচের টেস্ট ক্যাপ বা ব্যাগি গ্রিন। যা ফিরে পেতে ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করে আকুতি জানিয়েছেন ওয়ার্নার।
প্রতিটি ক্রিকেটারের কাছেই তার অভিষেক ম্যাচের টেস্ট ক্যাপ অতি মূল্যবান হয়। লম্বা সময় তিনি সেটি সযত্নে রেখে দিয়েছিলেন নিজের কাছে। তবে সেই মূল্যবান ক্যাপটিই হারিয়ে গেছে মেলবোর্ন থেকে সিডনি যাওয়ার পথে ফ্লাইটে। বিদায়ী টেস্টের আগে এমন ধাক্কা হয়তো কল্পনাও করেননি এই অজি ব্যাটার।
ক্যাপ ফিরে পাওয়ার আবেদন জানিয়ে তিনি বলেন, ‘এটা আমার শেষ অবলম্বন। তবে আমার যে ব্যাগপ্যাকে ব্যাগি গ্রিন ছিল, সেটা লাগেজ থেকে নিয়ে নেওয়া হয়েছে। কিছু দিন আগে সেটা মেলবোর্ন বিমানবন্দর থেকে সিডনিতে যায়। এটার সঙ্গে আমার আবেগ জড়িত। এটা এমন একটি কিছু যা আমি ফিরে পেতে চাই।’
ওয়ার্নারের কাছে মূলত দুটি ব্যাগি গ্রিন ক্যাপ আছে। অন্যটি দেয়া হয়েছিল অভিষেকের ক্যাপ নষ্ট হলে বিকল্প হিসেবে ব্যবহার করতে। ওয়ার্নার বলেন, ‘যদি এই ব্যাগপ্যাকটিই আপনি চান, আমার কাছে অতিরিক্ত একটা আছে। আপনি কোনো সমস্যায় পড়বেন না, শুধু আমার কিংবা ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করুন। আপনি যদি ব্যাগি গ্রিন ফেরত দেন, আমি আপনাকে আমার এই ব্যাগপ্যাক খুশিমনে দিয়ে দেব।’
এর আগে ২০১৭ সালেও বাংলাদেশ সফরে এসে একবার ক্যাপ হারানোর কথা জানিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। সেবার অবশ্য তার স্ত্রী ক্যানডিস নিজেই ব্যাগ প্যাক করার সময় টেস্ট ব্লেজারের সঙ্গে ক্যাপ গুছিয়ে রেখেছিলেন। তবে এবার অবশ্য তেমন কোনো সম্ভাবনা নেই বলেই মনে করেন ওয়ার্নার।
আরও পড়ুন: গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে শ্রীলঙ্কা সিরিজে জিম্বাবুয়ের দল ঘোষণা
ক্রিফোস্পোর্টস/২জানুয়ারি২৪/এসএফ/এজে