Connect with us
ক্রিকেট

মিলারের বিয়ে পেছানোর নেপথ্যে টাকা, দাবি ওয়াসিম আকরামের

সম্প্রতি মিলারকে নিয়ে এমন মন্তব্য করেছেন ওয়াসিম আকরাম। ছবি- সংগৃহীত

পহেলা মার্চেই ফরচুন বরিশালের হয়ে বিপিএলের শিরোপা জিতেন দক্ষিণ আফ্রিকান হার্ড-হিটার ব্যাটার ডেভিড মিলার। ফাইনালের আগে তার বান্ধবী ক্যামিলা হ্যারিসের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু ফরচুন বরিশালের হয়ে বিপিএল ফাইনালের কারণে পরবর্তীতে বিয়ে পিছিয়ে নেন মিলার।

গত তিন দিন আগে দীর্ঘদিনের বান্ধবী ক্যামিলা হ্যারিসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ডেভিড মিলার। বিয়ে পিছিয়ে দেওয়ার পেছনে মোটা অঙ্কের টাকাও নাকি মূল কারণ ছিল। সরাসরি না বললেও এমনই দাবি করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম।

সম্প্রতি পাকিস্তানের এ স্পোর্টস টিভির জনপ্রিয় প্রোগ্রাম ‘দ্য প্যাভিলিয়নে’ এ দাবি করেন তিনি। ক্রিকেটের প্রতি টান থেকে নয়, মিলার টাকার জন্যই বিয়ে পিছিয়েছেন সেটিই যেন বোঝাতে চেয়েছেন আকরাম।

জাতীয় দলের চেয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অর্থের ঝনঝনানি বেশি। এ কারণেই অনেকেই জাতীয় দলের হয়ে না খেলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতি ঝুঁকছে। সেটা বোঝাতে গিয়েই মিলারের বিষয়টি টেনে আনেন ওয়াসিম আকরাম। তিনি বলেন, ‘আজ আমাদের আলোচনা হচ্ছিল বিপিএলের জয়ী দল নিয়ে। পিএসএল শুরু হওয়ায় বিপিএল দেখা হয়নি। জানতে পেরেছি, তিন ম্যাচের জন্য ডেভিড মিলার ১৫০০০০ মার্কিন ডলার প্রস্তাব পেয়েছিল। আর এ কারণেই নাকি সে বিয়ে পিছিয়ে দিয়েছে।’ যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬৪ লাখ ৭৮ হাজার টাকা।

তবে বিয়ে পেছানোর নেপথ্যে টাকা নাকি ক্রিকেটের প্রতি ভালোবাসা ছিল– সেই বিতর্কে না গিয়ে বিপিএলটা দারুণ উপভোগ করেছেন মিলার৷ বিপিএলের শ্রেষ্ঠত্বের মঞ্চে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবারে মতো চ্যাম্পিয়ন হয় তাঁর দল ফরচুন বরিশাল। দলের হয়ে তিন ম্যাচে মিলারের ব্যাট থেকে আসে ৪৭ রান।

আরও পড়ুন:  আইপিএল থেকে সরে দাঁড়ালেন ইংলিশ তারকা, বিপদে দিল্লি

ক্রিফোস্পোর্টস/১৩মার্চ২৪/টিএইচ/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট