অবশেষে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামতে যাচ্ছে ফিফা ফুটসাল বিশ্বকাপের। টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। আজ শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নেমেছে লাতিনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
ফুটসাল বিশ্বকাপের সবচেয়ে সফলতম দল ব্রাজিল। এখন পর্যন্ত পাঁচটি শিরোপা ঘরে তুলেছে লাতিনের দেশটি। অন্যদিকে আর্জেন্টিনা শিরোপা জিতেছে একবার।
এই টুর্নামেন্টে বি গ্রুপ থেকে খেলেছে ব্রাজিল। গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া, থাইল্যান্ড, ও কিউবাকে হারিয়েছে তারা। এরপর শেষ ষোলোতে কোস্টারিকাকে ৫-০ গোলে, শেষ আটে মরক্কোকে ৩-১ গোলে এবং সেমিফাইনালে ইউক্রেনকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আরও পড়ুন:
» জাপানের ক্লাবের বিপক্ষে ১৭ গোল হজম করলেন ভারতের মেয়েরা
» বিপিএলে থাকছে না কুমিল্লা, কী ভাবছেন ইমরুল?
এদিকে সি গ্রুপ থেকে খেলছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে ইউক্রেন, আফগানিস্তান ও অ্যাঙ্গোলাকে হারায় তারা। এরপর শেষ ষোলোতে ক্রোয়েশিয়াকে ২-০ গোলে, শেষ আটে কাজাখস্তানকে ৬-১ গোলে এবং সেমিফাইনালে ফ্রান্সকে ৩-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে দলটি।
চলতি টুর্নামেন্টে দুটি দলই এখন পর্যন্ত অপরাজিত। তবে ফাইনালে যেকোনো দলকে প্রথম হারের স্বাদ পেতে হবে। ব্রাজিল হেক্সা নাকি আর্জেন্টিনা দ্বিতীয় শিরোপা ঘরে তুলবে এখন সেটাই দেখার পালা।
আজ রবিবার (০৩ অক্টোবর) তাসখন্দের হুমো অ্যারেনায় ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয়েছে। ম্যাচটি সরাসরি দেখুন ‘ফিফা প্লাস’ টিভিতে।
ক্রিফোস্পোর্টস/৬অক্টোবর২৪/বিটি