মরুর দেশ ওমানে চলছে ইমার্জিং এশিয়া কাপের আসর। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ ‘এ’ দল। যেখানে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক দারউইশ রাসুলি। এই প্রতিবেদন লেখার সময় ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছে বাংলাদেশ।
এর আগে হংকংকে হারিয়ে আসর শুরু করা আকবর আলীরা আজ জিতলে সেমিফাইনালে পা দিয়ে রাখবে। এই ম্যাচে রেজাউর রাজাকে বসিয়ে আলিস আল ইসলামকে নেয়া হয়েছে একাদশে। ম্যাচের শুরুতেই পারভেজ ইমন ঝড়ো গতিতে ফিফটি হাঁকান।
এই গ্রুপে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ শ্রীলঙ্কা এ দল। আগামী ২২ অক্টোবর মঙ্গলবার গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে লঙ্কা ও বাংলা।
আরও পড়ুন :
» বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল আফগানিস্তান, একাদশে এক পরিবর্তন
» টস জিতল দ.আফ্রিকা, ব্যাটিংয়ে নিউজিল্যান্ড, শিরোপা জিতবে কে?
বাংলাদেশ একাদশ: জিসান আলম, পারভেজ ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, আকবর আলী, শামীম হোসেন, মাহফুজ রাব্বী, আবু হায়দার, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম ও রিপন মন্ডল।
আফগানিস্তান একাদশ: জুবায়েদ আকবরী, সাদেকুল্লাহ আতাল, দারউইশ রসুল, করিম জানাত, শারাফুদ্দীন আশরাফ, শহীদুল্লাহ, মোহাম্মদ ইসহাক, কায়েস আহমেদ, এএম ঘাজানফর, ফারিদুন দাউদজাই ও বিলাল সামি।
ক্রিফোস্পোর্টস/২০অক্টোবর২৪/এজে