Connect with us
ক্রিকেট

পাকিস্তানের কোচ হতে ওয়াটসনকে কোটি টাকার প্রস্তাব

Shane Watson
শেন ওয়াটসন। ছবি- সংগৃহীত

বেশ কিছুদিন ধরে স্থায়ী কোনো কোচ নেই পাকিস্তান জাতীয় দলে। এর মাঝে অস্থায়ীভাবে কোচের পদ সামলেছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। সম্প্রতি তাকেও কোচের পদ ছাড়তে হয়েছে। হাফিজের রেখে যাওয়া জায়গা পূরণ করতে পিসিবির তালিকায় রয়েছে শেন ওয়াটসন ও ড্যারেন স্যামিদের মতো বড় নাম৷ এরই মধ্যে রেকর্ড মূল্যে ওয়াটসনকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে পিসিবি, এমনটাই জানিয়েছে পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম!

জিও নিউজের একটি প্রতিবেদন বলছে, বছরে দুই মিলিয়ন মার্কিন ডলার বেতনের প্রস্তাব দেয়া হয়েছে ওয়াটসনকে৷ মাসের হিসেবে তার বেতন হবে ৪.৬ কোটি পাকিস্তানি রুপি। এই প্রস্তাবে ওয়াটসন সাড়া দিলে তিনি হবেন পাকিস্তান ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে ব্যায়বহুল কোচ৷

বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের কোচের দায়িত্বে রয়েছেন ওয়াটসন৷ কিন্তু এখনো পিসিবির প্রস্তাবে সাড়া দেননি তিনি।

তবে জিও নিউজ বলছে, ওয়াটসন সাড়া নাও দিতে পারেন৷ কারণ কোচ হলে দীর্ঘ সময় তাকে পরিবার ছেড়ে থাকতে হবে, আর ওয়াটসন দীর্ঘ সময়ের জন্য অস্ট্রেলিয়ায় পরিবার থেকে দূরে থাকতে চান না। সেক্ষেত্রে পিসিবি মাইক হেসন কিংবা ড্যারেন স্যামির মতো কোচদের প্রতিও ঝুঁকতে পারে।

বর্তমানে সামি পেশোয়ার জালমিতে ও মাইক হেসন ইসলামাবাদ ইউনাইটেডের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন৷ ব্যাটে-বলে মিলে গেলে তাদের যে কেউ হতে পারেন পাকিস্তানের নতুন কোচ৷

আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এরপর আর তাদের আন্তর্জাতিক সূচি নেই। সে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য আসন্ন টুর্নামেন্টটিকে গুরুত্ব দিয়ে দেখছে পিসিবি। তাই তারা জাতীয় দলে খুব দ্রুত নতুন কোচ নিয়োগ দিতে চান।

আরও পড়ুন: মাহমুদউল্লাহর অ্যাপ্রোচ নিয়ে প্রশংসা করলেন ব্যাটিং কোচ 

ক্রিফোস্পোর্টস/১৪মার্চ২৪/টিএইচ/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট