আগামীকাল নিজেদের চতুর্থ ম্যাচে আফগানদের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। চেন্নাইয়ের স্পিন সহায়ক পিচে আফগান চ্যালেঞ্জ কঠিন হবে জেনেও নিজেদের নিয়ে বেশ আত্মবিশ্বাসী পাকিস্তানি ওপেনার ইমাম উল হক। টানা ২ ম্যাচ হারার পর আগামীকাল নতুন এক পাকিস্তানকে দেখতে পাওয়ার প্রত্যয় জানিয়ে গেলেন এই পাকিস্তানি ওপেনার।
আজ সংবাদ সম্মেলনে ইমাম বলেন, ‘আমরা এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ২ টিতে জিতেছি। টানা ২ ম্যাচ হেরে আমরা হয়তো কিছুটা মানসিকভাবে পিছিয়ে আছি তবে ফিরে আসার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। ক্রিকেটে এমনটা হয়েই থাকে। আমরা এসব নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছি। গত দুই ম্যাচে আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারিনি। আগামীকাল ভালো খেলতে ছেলেরা মুখিয়ে আছে। কাল চেন্নাইয়ে আপনারা নতুন এক পাকিস্তানকে দেখতে পাবেন।’
বিশ্বকাপে ইংলিশদের হারিয়ে বড় চমক দেখিয়েছে আফগানিস্তান। তবে পয়েন্ট টেবিলে মোটেই ভালো অবস্থানে নেই তারা। ৪ ম্যাচ খেলে ঐ একটাই জয় তাদের, টেবিলে অবস্থানও সবার তলানিতে।
অপরদিকে ৪ ম্যাচে ২ জয়, ২ হারে টেবিলের পঞ্চম স্থানে আছে বাবর আজমরা। আফগানদের হারিয়ে জয়ের ধারায় ফিরতে তাই মরিয়া ইমাম। তিনি বলেন, ‘জয়ের ধারায় ফিরতে আমরা ইতিবাচক আছি। আমাদের ক্রিকেটাররা জানে কিভাবে ম্যাচ জিততে হয়। টানা হারায় আমরা হয়তো কিছুটা মানসিক অস্বস্তিতে আছি তবে আমরা চেষ্টা করছি। আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি কাল ইতিবাচক একটি ফল পাবো।’
আরও পড়ুন: সেমিফাইনালে যেতে যে সমীকরণের সামনে বাংলাদেশ দল
ক্রিফোস্পোর্টস/২২অক্টোবর২৩/এমএ