Connect with us
ক্রিকেট

‘আমরা বাড়ি বিক্রি করে খেলা চালাই আর অন্যরা ফিক্সিং করে’

Mizanur Rahman_Fortune Barishal
মিজানুর রহমান। ছবি- সংগৃহীত

বিতর্ক যেন পিছু ছাড়ছে না বিপিএলে। প্রতিটি আসরেই বিভিন্ন ইস্যুতে নতুন নতুন বিতর্কের জন্ম দেয় বাংলাদেশের এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটি। তবে আগের সব বিতর্ককে যেন ছাপিয়ে গেছে এবারের আসর। পারিশ্রমিক ও ফিক্সিং ইস্যুসহ না বিতর্কে জর্জরিত এবারের বিপিএল।

চলতি বিপিএলের বেশ কয়েকটি ম্যাচে সন্দেহজনক পারফরম্যান্সের অভিযোগ উঠেছে। যেখানে জড়িত সন্দেহে দেশি-বিদেশি বেশ কয়েকজন ক্রিকেটারের নাম উঠে এসেছে। এই ইস্যুতে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে তদন্ত শুরু করেছে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট (অ্যাকু)। ঘটনার সত্যতা খুঁজে বের করতে ইতোমধ্যে তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এবার এ প্রসঙ্গে মুখ খুলেছেন বিপিএলের গত আসরের চ্যাম্পিয়ন এবং এবারের আসরে প্রথম দল হিসেবে ফাইনালে ওঠা ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। ফিক্সিংয়ের সঙ্গে জড়িত দল কিংবা খেলোয়াড়দের বিরুদ্ধে অ্যাকশন না নিলে ভবিষ্যতে এই টুর্নামেন্টের সঙ্গে না থাকার হুমকি দিয়েছেন তিনি।

আরও পড়ুন:

» চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ শিবিরে যোগ দিচ্ছেন মুশতাক

» রোনালদোর চোখে ইতিহাসের সেরা ফুটবলার যিনি

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিজানুর রহমান বলেন, ‘আমাদের বাড়ি বিক্রি করে খেলা চালাতে হয়। আর অন্যরা ফিক্সিং করে খেলা চালায়। এমনটা হতে পারে না। তাই আমরা চাচ্ছি যে এটার সুষ্ঠু বিচার হোক ও তারা শাস্তি পাক।’

ফিক্সিংয়ের বিরুদ্ধে অ্যাকশন না নিলে ভবিষ্যতে এই টুর্নামেন্টে না থাকার হুমকি দিয়েছেন মিজানুর, ‘এটার বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিলে দেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। আপনাকে এর বিরুদ্ধে অ্যাকশন নিতেই হবে, যত বড় মানের খেলোয়াড় কিংবা ফ্র্যাঞ্চাইজিই হোক না কেন। এটার বিচার না হলে আমাদের মতো মানুষ থাকবে না। একেবারে সহজ কথা।’

উল্লেখ্য, বিপিএলের চলতি আসরে অন্তত আটটি ম্যাচে সন্দেহজনক পারফরম্যান্সের অভিযোগ উঠেছে। যেখানে এনামুল হক বিজয়, মোহাম্মদ মিথুনসহ ১০ জনের নাম উঠে এসেছিল। তবে এ নিয়ে তদন্তে নেমেছে বিসিবির তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি।

ক্রিফোস্পোর্টস/৪ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট