আইপিএলের সতেরো তম আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে সেখানে খেলছেন মুস্তাফিজুর রহমান। আসরের সফলতম দল চেন্নাইয়ের জার্সিতে চলতি আসরে ৬ ম্যাচে ১১ উইকেট নিয়ে দলের সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি। বর্তমানে পয়েন্ট তালিকার চারে অবস্থান করছে ধোনি-মুস্তাফিজদের চেন্নাই সুপার কিংস।
এর মধ্যে প্রথম ম্যাচেই ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন ফিজ। কিন্তু বাংলাদেশের জিম্বাবুয়ে সিরিজ থাকায় আইপিএলের মাঝপথেই দেশে ফিরে আসতে হবে কাটার মাস্টারকে।
চেন্নাইয়ের হয়ে সবচেয়ে বেশি উইকেট পেলেও সবশেষ দুই ম্যাচে নিজের নামের প্রতি পূর্ণ সুবিচার করতে পারেননি ফিজ। বিশেষ করে চেন্নাইয়ের বাইরে প্রতিপক্ষের মাঠগুলোতে কিছুটা খরুচে ছিলেন তিনি। এরপরও তার পারফর্মেন্সের নিজেদের সন্তুষ্টির কথা জানালেন সিএসকের ব্যাটিং কোচ মাইক হাসি।
টাইগার পেসারকে নিয়ে তিনি বলেন, ‘ফিজের স্লোয়ার ডেলিভারিগুলো অসাধারণ হয়। বিশেষ করে চেন্নাইয়ের মাঠে তার স্লোয়ার খেলা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। আমরা তার পারফরম্যান্স নিয়ে অনেক সন্তুষ্ট। জাতীয় দলের হয়ে খেলতে সে বাংলাদেশে চলে যাবে। সে না থাকলে আমরা দুঃখ পাবো। তবে সে যত দিন আমাদের সাথে থাকতে চায় আমরা তাকে রাখবো।’
আজ (২৩ এপ্রিল) ঘরের মাঠ চিপকে দিনের একমাত্র ম্যাচে লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে মাঠে নামবে ধোনি-মুস্তাফিজদের চেন্নাই সুপার কিংস।
আসরে দুই দলই ৭ ম্যাচে সমান ৪ টি জয় ও ৩ টি ম্যাচ হেরেছে। চেন্নাই বর্তমানে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে। আর লখনৌয়ের স্থান পাঁচ নম্বরে।
সবশেষ ম্যাচে খরুচে বোলিংয়ের পরও আজ একাদশে থাকার জোড় সম্ভাবনা রয়েছে টাইগার পেসার মুস্তাফিজের। কেননা আসরে শিকার করা মোট ১১ উইকেটের মধ্যে ফিজ ৮ টি উইকেটই এসেছে চিপকের এই ভেন্যু থেকে।
চিপকের স্লো পিচে টাইগার পেসারের থেকে তাই আজকেও দুর্দান্ত কিছুর প্রত্যাশাই করবে সিএসকে। আজকে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।
আরও পড়ুন: চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পের দল ঘোষণা
ক্রিফোস্পোর্টস/২৩এপ্রিল২৪/এমএস/বিটি