আগামী ১ জুন ওয়েস্ট মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে অনুষ্ঠিত হয়ে যাওয়া এই টুর্নামেন্টের জন্য ইতোমধ্যে দল ঘোষণা করেছে কয়েকটি দল। এবার চমক রেখে দল ঘোষণা করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
আজ (শুক্রবার) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে ২০১৬ আসরের চ্যাম্পিয়নদের নেতৃত্বে রয়েছেন রভম্যান পাওয়েল। এছাড়া সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন আলজারি জোসেফ।
এই দলে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ইতিহাসগড়া শামার জোসেফ। তবে টি-টোয়েন্টিতে এখনো অভিষেক হয়নি তার। হয়ত আসন্ন এই বিশ্বকাপ দিয়েই প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি জার্সি গায়ে জড়াবেন এই ২৪ বছর বয়সী পেসার।
এছাড়া ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করা হার্ডহিটার ব্যাটসম্যান শিমরন হেটমায়ার জায়গা পেয়েছেন এই দলে। তবে এবারের আসরে ড্যারেন সামির দলে সুযোগ পাননি অলরাউন্ডার কাইল মায়ার্স।
তবে সম্প্রতি আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা সুনীল নারিনের বিশ্বকাপ দলে ফেরা নিয়ে গুঞ্জন উঠেছিলো। তাকে ফেরাতে তার সঙ্গে যোগাযোগও করেছিলেন প্রধান কোচ ড্যারেন সামি। কিন্তু তার কথায় রাজি হননি ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো নারিন।
ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াড
রভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ (সহ-অধিনায়ক), শাই হোপ, জনসন চার্লস, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুদাকেশ মোতি, শেরফান রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড।
আরও পড়ুন: বিশ্বকাপে আম্পায়ারের তালিকায় বাংলাদেশের শরফুদ্দৌলা সৈকত
ক্রিফোস্পোর্টস/৩মে২৪/বিটি