Connect with us
ক্রিকেট

ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করলো ওয়েস্ট ইন্ডিজ

west Indies
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

ওয়ানডে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করলো ওয়েস্ট ইন্ডিজ। এ দিন কেসি কার্টি ও ব্র্যান্ডন কিংয়ের অনবদ্য সেঞ্চুরিতে হেসে-খেলেই জিতেছেন ক্যারিবীয়রা।

এ দিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ক্যারিবীয় বোলিং তোপের মুখে পড়ে ইংল্যান্ড। দলীয় ২৪ রানে হারায় ৪ উইকেট। এরপর খাদের কিনারায় পড়ে থাকা দলকে চ্যালেঞ্জিং স্কোরে নেওয়ার যাওয়া চেষ্টা করেন ফিল সল্ট এবং স্যাম কারান। ১০৮ বলে ৭৪ রান করে সল্ট ফিরলে আবারও চাপে পড়েন ইংলিশরা। এরপর কারান এবং ড্যান মুজলি দলের হাল ধরেন। তবে দলীয় ১৬৮ রানে ৫২ বলে ৪০ রান করে রজটন চেজের শিকার হয়ে ফিরে কারান।


মুজলির ৫৭ রানের লড়াকু ইনিংস শেষ দিকে পেসার জেমি ওভারটন ও পেসার জোফরা আর্চারের কার্যকরী ইনিংসের উপর ভর করে ৮ উইকেটের বিনিময়ে ২৬৩ রানের লড়াকু পুঁজি পায় ইংল্যান্ড। ওভারটন ২১ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩২ রানের ইনিংস খেলে ফিরেছেন। তবে আর্চার ছিলেন আরও বিধ্বংসী। ১৭ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৮ রানে অপরাজিত থাকেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে ৩৫ রানে ৩টি উইকেট শিকার করেন ম্যাথু ফোর্ড। ২ টি করে নিয়েছেন আলজারি জোসেফ ও রোমারিও শেফার্ড।

জবাবে ব্যাট করতে নেমে দেখে শুনেই শুরু করেন দুই ওপেনার এভিন লুইস এবং ব্যান্ডন কিং। তবে দলীয় ৪২ রানে ফেরেন এভিন লুইস। এরপর-ই শুরু হয় ব্রান্ডন এবং কেসি কার্টি তান্ডব। দুইজনেই পূর্ণ করেন সেঞ্চুরি। ১১৭ বলে ১০২ রানে ফেরেন কিং। ১১৪ বলে ১২৮ রানে অপরাজিত দলকে জয়ের বন্দরে নিয়ে গিয়ে মাঠ ছাড়েন কেসি। ফলে ৮ উইকেটের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন রিস টপলি ও জেমি ওভারটন। ২৩ রানে ৮ উইকেট নিয়ে সিরিজ সেরা ম্যাথু ফোর্ড।

আরও পড়ুনঃ কতদিনের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন নেইমার?

ক্রিফোস্পোর্টস/৭ নভেম্বর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট