টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ১৮১ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়ে ইংল্যান্ডকে চ্যালেঞ্জ জানায় ক্যারিবিয়ানরা। তবে জবাব দিতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে বড় জয় তুলে নিয়েছে ইংলিশরা।
এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৮০ রানের বড় সংগ্রহ পায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। প্রথম তিন উইকেটে টানা ৪০-ঊর্ধ্ব রানের জুটি গড়ে ক্যারিবিয়ান ব্যাটাররা। বড় রান তাড়া করতে নেমে দারুন শুরু করে ইংল্যান্ড। ওপেনার ফিলিপ সল্টের ৮৭ রানের এক ঝড়ো ইনিংসে ৮ উইকেট এবং ১৬ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় জশ বাটলারের দল।
ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৮১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ৫৮ রান তোলে ইংল্যান্ড। অধিনায়ক বাটলার ২২ বলে ২৫ এবং মঈন আলী ১০ বলে ১৩ রান করে বিদায় নিলেও উইকেটের এক প্রান্ত আগলে রেখেছিলেন ফিলিপ সল্ট। শেষ পর্যন্ত জনি বেয়াস্ট্রোকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন সল্ট।
গোটা ইনিংসে ৫ ছক্কা ও ৭ চারের মারে ৪৭ বলে ৮৭ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন ফিলিপ সল্ট। পাশাপাশি বেয়াস্ট্রোও খেলেছেন অসাধারণ এক ইনিংস। মাত্র ২৬ বলে তিনি করেন ৪৮ রান। এই দুই ব্যাটার দ্বিতীয় উইকেটে ৯৭ রানের জুটি গড়ে ম্যাচ জিতিয়েছেন মাত্র ৪৪ বলে।
এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় সর্বোচ্চ ৩৮ রান করেন জনসন চার্লস। ১৭ বলে ৩৬ জনের আগ্রাসী ইনিংস খেলেছিলেন অধিনায়ক রভম্যান পাওয়েল। এছাড়া নিকোলাস পুরান খেলেন ৩৪ বলে ৩৮ রানের ইনিংস। শেষ দিকে শেরফান রাদারফোর্ডের ১৫ বলে ২৮ রানের ঝড়ো ইনিংসে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে সেমিফাইনালের পথ অনেকটাই সহজ করে রাখল ইংল্যান্ড। এই পর্বে পরবর্তী দুই ম্যাচে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ইংলিশরা। চার দলের এই গ্রুপ থেকে সেরা দুই দল সুযোগ পাবে সেমিফাইনাল খেলার।
আরও পড়ুন: সুপার এইটে চাপহীন ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/২০জুন২৪/এফএএস