সিরিজ বাঁচাতে পারলো না মেহেদী মিরাজরা। ক্যারিবীয় বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে হেরেছে টাইগাররা। এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ বিসর্জন দিয়েছেন টাইগার ক্রিকেটাররা।
এদিকে এই জয়ে ক্যারিবীয়দের দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান হয়েছে। ঘরের মাঠে বাংলাদেশকে ১০ বছর পর ওয়ানডে সিরিজ হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৪ সালে ঘরের মাটিতে লাল-সবুজের প্রতিনিধিদের হারিয়েছিল টিম ওয়েস্ট ইন্ডিজ। এর পর অবশ্য হোম-অ্যাওয়ে—চার বারের দেখায় বাংলাদেশই সফল হয়েছিল।
সিরিজ জয়ের দিন মাত্র ৩৬.৫ ওভারেই ২৩০ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলেন শাই হোপরা। এদিন ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন ওপেনার ব্রেন্ডন কিং। এছাড়া এভিন লুইস ৪৯ ও কেসি কার্টি করেন ৪৫ রান। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন রিশাদ হোসেন, নাহিদ রানা ও আফিফ হোসেন।
আরও পড়ুন :
» টি-টেন খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছেন সাব্বির, খেলবেন সাকিবও
» বার্সেলোনার ম্যাচসহ আজকের খেলা (১১ ডিসেম্বর ২৪)
ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে সৌম্য-লিটন-মিরাজরা হতাশ করলেও হাল ধরেন তরুণ তুর্কি তানজিদ হাসান, তানজিম হাসান সাকিব। এছাড়া অভিজ্ঞতায় ঠাসা মাহমুদউল্লাহ রিয়াদ। ওপেনার তানজিদের ব্যাট থেকে এসেছে ৪৬ (৩৩) রান, তানজিম সাকিব করেছেন ৪৫ (৬২) রান, আর টানা দুই ম্যাচে হাফসেঞ্চুরি করে দলের মান বাঁচিয়েছেন মাহমুদউল্লাহ। মিডল অর্ডারে নেমে ৯২ বলে ৬২ রানের ইনিংস খেলছেন তিনি। বাকিদের প্রায় সবাই দুই অঙ্কের ঘরও ছুঁতে পারেননি। এতে ৪৫.৫ ওভারে ২২৭ রানে থামে বাংলাদেশের রানের চাকা।
জবাবে ক্যারিবীয় ওপেনার ব্রেন্ডন কিং ৭৬ বলে ৮২ রানের মারকুটে ইনিংস খেলে শুরুতেই বাংলাদেশকে কোণঠাসা করে ফেলেন। পরে কেসি কার্টি ও লুইস মিলে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের বন্দরে পৌঁছে দেন। লুইসের ব্যাট থেকে এসেছে ৪৯ (৬২) রান, আর কেসি কার্টি খেলেছেন ৪৫ (৪৭) রানের ইনিংস। এতে ৭ উইকেটে হাতে রেখে বড় জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ২২৭/১০ (৪৫.৫)
ওয়েস্ট ইন্ডিজ : ২৩০/৩ (৩৬.৫)
ফলাফল : ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে জয়ী।
ক্রিফোস্পোর্টস/১১ডিসেম্বর২০২৪/এসএ