Connect with us
ক্রিকেট

চমক রেখে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড ঘোষণা

west Indies
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। এই দুই ম্যাচের জন্য স্কোয়াডে ফিরেছেন আন্দ্রে রাসেল, সহমরণ হেটমেয়ার নিকোলাস পুরান এবং আকিল হোসেন।

সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছিল ওয়েস্ট ইন্ডিজ। সে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল ক্যারিবীয়রা। এই সিরিজে থাকা আলিক আথানজে, আন্দ্রে ফ্লেচার, ফাবিয়ান অ্যালেন এবং শামার স্প্রিঙ্গার জায়গা পাননি এই স্কোয়াডে। তবে অভিষেক না হওয়া টেরান্স হিন্ডস জায়গা পেয়েছেন এই ইংলিশদের বিপক্ষে ঘোষিত এ স্কোয়াডে।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে অধিনায়ক শাই হোপের সঙ্গে ঝামেলায় জোড়ান আলজেরি জোসেফ। পরবর্তীতে রাগ করে মাঠ ছাড়েন তিনি। এ কারণে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হোন জোসেফ। ফলে তাকে ছাড়ায় দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। জোসেফের পরিবর্তে জায়গা পেয়েছেন ম্যাথু ফোর্ডে। এছাড়া তৃতীয় ওয়ানডেতে চোট পেয়ে এ সিরিজে ছিটকে গেছেন রোমারিও শেফার্ড।

এক নজরে ইংল্যান্ডের বিপক্ষে ঘোষিত ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেজ, ম্যাথু ফোর্ডে, শিমরন হেটমেয়ার, টেরান্স হিন্ডস, শাই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, এভিন লুইস, গুদাকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফেন রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড।

উল্লেখ্য, আগামী ১০ নভেম্বর বাংলাদেশ সময় রাত ২ টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের ভেন্যু বার্বাডোজ। দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ১১ নভেম্বর।  বাকি তিন ম্যাচ ১৫, ১৭ এবং ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে সেন্ট লুসিয়ায়।

আরও পড়ুন: নিজ দেশের সমর্থন পাননি রদ্রি, কত ভোটে হেরেছিলেন ভিনি?

ক্রিফোস্পোর্টস/৯ নভেম্বর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট