সেই ১৯৯৭ সালের কথা। এরপর একে একে পেরিয়েছে ২৭টি বছর। ওই বছরই সর্বশেষ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। অ্যামব্রোস, ওয়ালশ আর ব্রায়ান লারাদের সেই জয়ের পর অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল অস্ট্রেলিয়া। আর ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায় ক্যারিবীয় ক্রিকেট আভিজাত্য। কিন্তু ২৭ বছরের সেই আক্ষেপ ঘুচিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জয় পেয়েছে অজেয় মাঠে।
ব্রিসবেন টেস্টের চতুর্থ দিনে রোমাঞ্চকর লড়াইয়ের মধ্যে দিয়ে ৮ রানে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আর এই টেস্টে আলো ছড়িয়েছেন অভিষিক্ত স্পিড স্টার শামার জোসেফ। অখ্যাত এক পাড়া গাঁ থেকে উঠে আসা শামার জোসেফের গতির আগুনে পুড়লো অস্ট্রেলিয়ার দম্ভ।
গ্যাবায় চতুর্থ দিনে রোমাঞ্চকর টেস্ট শেষ দিকে হয়ে পড়ে শ্বাসরূদ্ধকর। ২২ রানে পিছিয়ে থেকে ইনিংস ঘোষণা দেয়া, আর ২১৬ রানের ছোট লক্ষ্য ঘরের মাঠে, জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিলো স্বাগতিকরা।
তৃতীয় দিনে গতকাল ২ উইকেটে অজিরা ৬২ রানে দিন শেষ করেছিল। আজ শামার জোসেফ এক সেশনে ৬ উইকেট নিয়ে ধসিয়ে দেন অজিদের। এই ইনিংসে ৬৮ রানে নিয়েছেন ৭ উইকেট। তাতে অস্ট্রেলিয়ার ২০৭ রানে অলআউট। ৮ রানের জয়ে উল্লাসে মাতে সফরকারীরা।
তবে এই লড়াই নেমে এসেছিল স্মিথ আর জোসেফের মধ্যে। ৯১ রানে অপরাজিত থাকা স্টিভেন স্মিথ দলকে জেতানোর সর্বোচ্চ চেষ্টা করেন। কিন্তু স্মিথকে থামাতে না পারলেও আরেক প্রান্তে থাকা হ্যাজেলউডকে ফিরিয়ে অবিশ্বাস্য জয় এনে দেন জোসেফ।
ব্রিসবেনে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৩১১ রান করেছিল। অস্ট্রেলিয়া ৯ উইকেটে ২৮৯ রানে ইনিংস ঘোষণা করে। দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়রা ১৯৩ রানে থামলে পুঁজি দাঁড়ায় ২১৫।
প্রথম ইনিংসে ১ উইকেট ও দ্বিতীয় ইনিংসে৭ উইকেট নেওয়া শামার জোসেফ ছিলেন ম্যাচসেরা। প্লেয়ার অব দ্য সিরিজও তিনি। ৫৭ রানের পাশাপাশি নিয়েছেন মোট ১৩ উইকেট। প্রথম টেস্ট জিতেছিল অস্ট্রেলিয়া তাই ক্যারিবীয়রা ঘুরে দাঁড়ানোয় সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়।
আরও পড়নু: ধারাবাহিক ব্যর্থতায় বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিলেন কোচ জাভি হার্নান্দেজ
ক্রিফোস্পোর্টস/২৮জানুয়ারি২৪/এজে