Connect with us
ক্রিকেট

গ্রাম থেকে আসা শামার জোসেফকে নিয়ে ইতিহাস ওয়েস্ট ইন্ডিজের

crifo west indies
সব উল্লাসের মধ্যমণি শামার জোসেফ। ছবি- ক্রিকইনফো

সেই ১৯৯৭ সালের কথা। এরপর একে একে পেরিয়েছে ২৭টি বছর। ওই বছরই সর্বশেষ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। অ্যামব্রোস, ওয়ালশ আর ব্রায়ান লারাদের সেই জয়ের পর অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল অস্ট্রেলিয়া। আর ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায় ক্যারিবীয় ক্রিকেট আভিজাত্য। কিন্তু ২৭ বছরের সেই আক্ষেপ ঘুচিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জয় পেয়েছে অজেয় মাঠে।

ব্রিসবেন টেস্টের চতুর্থ দিনে রোমাঞ্চকর লড়াইয়ের মধ্যে দিয়ে ৮ রানে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আর এই টেস্টে আলো ছড়িয়েছেন অভিষিক্ত স্পিড স্টার শামার জোসেফ। অখ্যাত এক পাড়া গাঁ থেকে উঠে আসা শামার জোসেফের গতির আগুনে পুড়লো অস্ট্রেলিয়ার দম্ভ।

Alex Carey has his off stump knocked back by Shamar Joseph, Australia vs West Indies, 2nd Test, Brisbane, 4th day, January 28, 2024

এভাবেই একের পর এক ব্যাটারের স্ট্যাম্প উপড়ে যায়। ছবি- ক্রিকইনফো

গ্যাবায় চতুর্থ দিনে রোমাঞ্চকর টেস্ট শেষ দিকে হয়ে পড়ে শ্বাসরূদ্ধকর। ২২ রানে পিছিয়ে থেকে ইনিংস ঘোষণা দেয়া, আর ২১৬ রানের ছোট লক্ষ্য ঘরের মাঠে, জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিলো স্বাগতিকরা।

তৃতীয় দিনে গতকাল ২ উইকেটে অজিরা ৬২ রানে দিন শেষ করেছিল। আজ শামার জোসেফ এক সেশনে ৬ উইকেট নিয়ে ধসিয়ে দেন অজিদের। এই ইনিংসে ৬৮ রানে নিয়েছেন ৭ উইকেট। তাতে অস্ট্রেলিয়ার ২০৭ রানে অলআউট। ৮ রানের জয়ে উল্লাসে মাতে সফরকারীরা।

তবে এই লড়াই নেমে এসেছিল স্মিথ আর জোসেফের মধ্যে। ৯১ রানে অপরাজিত থাকা স্টিভেন স্মিথ দলকে জেতানোর সর্বোচ্চ চেষ্টা করেন। কিন্তু স্মিথকে থামাতে না পারলেও আরেক প্রান্তে থাকা হ্যাজেলউডকে ফিরিয়ে অবিশ্বাস্য জয় এনে দেন জোসেফ।

Shamar Joseph and team-mates celebrate the famous win, Australia vs West Indies, 2nd Test, Brisbane, 4th day, January 28, 2024

২৭ বছর পর এমন উল্লাসে মাতলো ক্যারিবীয়রা। ছবি- ক্রিকইনফো

ব্রিসবেনে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৩১১ রান করেছিল। অস্ট্রেলিয়া ৯ উইকেটে ২৮৯ রানে ইনিংস ঘোষণা করে। দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়রা ১৯৩ রানে থামলে পুঁজি দাঁড়ায় ২১৫।

প্রথম ইনিংসে ১ উইকেট ও দ্বিতীয় ইনিংসে৭ উইকেট নেওয়া শামার জোসেফ ছিলেন ম্যাচসেরা। প্লেয়ার অব দ্য সিরিজও তিনি। ৫৭ রানের পাশাপাশি নিয়েছেন মোট ১৩ উইকেট। প্রথম টেস্ট জিতেছিল অস্ট্রেলিয়া তাই ক্যারিবীয়রা ঘুরে দাঁড়ানোয় সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়।

Shamar Joseph was Player of the Match for his stunning performance, Australia vs West Indies, 2nd Test, Brisbane, 4th day, January 28, 2024

ম্যাচ সেরার পাশাপাাশি সিরিজ সেরার পুরস্কারও বিস্ময় জাগানো শামারের হাতে। ছবি- ক্রিকইনফো

আরও পড়নু: ধারাবাহিক ব্যর্থতায় বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিলেন কোচ জাভি হার্নান্দেজ

ক্রিফোস্পোর্টস/২৮জানুয়ারি২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট