গতকাল (শনিবার) পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম এবং দ্বিতীয় ম্যাচ হেরে আগেই সিরিজ হাত ছাড়া হয়েছে ক্যারিবীয়দের। ধবলধোলাই এড়ানো এ ম্যাচে এভিন লুইসের বিধ্বংসী সেঞ্চুরিতে ৮ উইকেট বড় জয় পেয়েছেন তারা। সেই সঙ্গে ১৯ বছর পর শ্রীলঙ্কার মাটিতে জয়খরা ঘুঁচেছে ওয়েস্ট ইন্ডিজের।
বৃষ্টি বাগড়ার কারণে ডাকওয়ার্থ লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ২৩ ওভারে ১৯৫ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া ওয়েস্ট ইন্ডিজকে। ফলে ওয়ানডে ম্যাচ টি-টোয়েন্টিতে নেমে আসে। যা ক্যারিবিয়ানদের পছন্দের ফরম্যাট।
এ দিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ওয়ানডে মেজাজে ব্যাট করে ১০ ওভারে বিনা উইকেটে ৪৯ রান তোলে স্বাগতিকরা। নিশাঙ্কা-আভিষ্কা ফার্নান্দোর ওপেনিং জুটি ভাঙে ৮১ রানে। এরপর ১৭.৩ বল থেকে শুরু হয় বৃষ্টি। প্রায় সাড়ে ৫ ঘন্টা খেলা বন্ধ থাকে। পরবর্তীতে খেলা শুরু হলে কুশাল মেন্ডিসের ঝোড়ো ফিফটি এবং আভিষ্কার ৫৬ রানের ইনিংসের উপর ভর করে ২৩ ওভারে ১৫৬ রান তুলতে সক্ষম হন লঙ্কানরা। ফলে ডিলএলএস পদ্ধতিতে ১৯৫ রানের লক্ষ্যমাত্রা দাঁড়ায়। ক্যারিবীয়দের হয়ে একটি করে উইকেট নেন রোস্টন চেজ ও রাদারফোর্ড।
পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে মাত্র ৩৫ রান তোলেন সফরকারীরা। এরপরই ১৯ বলে ১৬ রান করা ব্র্যান্ডন কিং আসিথার বলে আউট হয়ে যান। উইকেটে শাই হোপ আসলে তাকে নিয়ে জুটি বাঁধেন লুইস। স্কোর বোর্ডে ৭২ রান যোগ হয় এ জুটি থেকে। এরই মধ্যে ৩৪ বলে ফিফটি রান পূরণ করেন লুইস। এরপর ২২ রান করে হোপ আউট হলে কিছু টা চাপে পড়ে যান লুইসরা। সে সময় ওভার প্রতি ১০ রান লাগত তাদের।
এরপর রাদারফোর্ডকে সঙ্গে নিয়ে শুরু হয় লুইসের তান্ডব। মাত্র ৪৫ বলে ৮৮ রান আসে এই জুটি থেকে। এরপর ঝড়ের গতিতে মাত্র ৬১ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। ৯ টি চার এবং ৪ টি ছক্কার সাহায্যে লুইসের ইনিংসটি সাজানো ছিল। এছাড়াও ২৬ বলে অপরাজিত ৫০ ইনিংস খেলেন রাদারফোর্ড। ফলে ৬ বল এবং ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যাই টিম উইন্ডিজ। এ জয়ে ১০ ম্যাচ পর লঙ্কানদের বিপক্ষে ওয়ানডেতে জয় পেলেন তারা।
আরও পড়ুন: রিয়ালের জালে গোল উৎসব বার্সার
ক্রিফোস্পোর্টস/২৭ অক্টোবর ২৪/এইচআই