বিশ্বকাপের ১৭তম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ এবং ভারত। দুদলেরই এটা চতুর্থ ম্যাচ। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। পুনের মাঠে এটাই প্রথম ম্যাচ। ম্যাচের আগের দিন বুধবার হালকা বৃষ্টি হয়েছে পুনেতে। তাই আজকের ম্যাচকে ঘিরেও রয়েছে বৃষ্টির আশঙ্কা।
বিশ্বকাপ শুরুর আগে অনেকেই অনুমান করেছিল এবারের আসরের অনেকগুলো ম্যাচই ভেস্তে যাবে বৃষ্টিতে। কারণ প্রস্তুতি ম্যাচগুলোর মধ্যে অনেকগুলো ম্যাচই পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে। তবে বিশ্বকাপ শুরুর পর পর সেই ধারণা ভুল প্রমাণিত হয়। কয়েকটি ম্যাচে বৃষ্টি হানা দিলেও এখন পর্যন্ত কোন ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়নি।
বুধবার পুনেতে হালকা বৃষ্টি হওয়ায় পিচ ঢেকে দেন মাঠকর্মীরা। আজও সেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ১০ শতাংশ। আর আর্দ্রতা থাকবে ৭১ শতাংশ।
পুনের পিচ সাধারণত ব্যাটিং ফ্রেন্ডলি। এই মাঠে এখন পর্যন্ত সাতটি একদিনের ম্যাচ আয়োজন করা হয়েছে। এর মধ্যে আটটি ইনিংসেই ৩০০-র বেশি রান উঠেছে। সাধারণত আগে যারা ব্যাটিং করবে তাদের জেতার সম্ভাবনাই বেশি। তাই টস এই ম্যাচে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ভারত সমীকরণে এগিয়ে থাকলেও তাদেরকে হারাতে আত্মবিশ্বাসী টাইগাররা। ঘুরে দাঁড়ানোর এই ম্যাচে আজ জয়ের বিকল্প দেখছে না বাংলাদেশ। দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচ।
আরও পড়ুন: ব্রাজিলের দুঃসংবাদ, কোপা আমেরিকায় খেলা হবে না নেইমারের
ক্রিফোস্পোর্টস/১৯অক্টোবর২৩/এমটি/এজে