Connect with us
ক্রিকেট

সাড়ে তিন বছর পর দলে ফিরে যা বললেন আমির

Mohammad Amir Returns to International Cricket
মোহাম্মদ আমির। ছবি- সংগৃহীত

চলতি মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজকে সামনে রেখে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে সাড়ে তিন বছর পর ডাক পেয়েছেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির।

দীর্ঘদিন পর দলে ফিরে নিজের অনুভূতি প্রকাশ করেছেন আমির। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’। যার অর্থ ‘আল্লাহর নামে, পরম করুণাময়, পরম করুণাময়’।

সম্প্রতি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সমাপ্ত হওয়ার পরপরই অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দেন আমির। এরপর পাকিস্তানের অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে সেনাবাহিনীর প্রশিক্ষণেও তাকে অন্তর্ভুক্ত করে পিসিবি। আর বর্তমানে ফর্মের তুঙ্গে থাকায় জাতীয় দলেও জায়গা করে নিয়েছেন ৩১ বছর বয়সী ক্রিকেটার।

আমির ছাড়াও অবসর ভেঙে ফিরেছেন সদ্য সমাপ্ত পিএসএলে চ্যাম্পিয়ন দল ইসলামাবাদ ইউনাইটেডের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।

এই দুই ক্রিকেটারের ফেরা প্রসঙ্গে পাকিস্তানের টিম ম্যানেজার ও নির্বাচক ওয়াহাব রিয়াজ বলেন, ‘হারিস রউফ এখন ইনজুরিতে আছে। মোহাম্মদ নেওয়াজও ভালো ছন্দে নেই। তাই আমরা আমির ও ইমাদকে দলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। দু’জনই বড় ও অভিজ্ঞ ক্রিকেটার। তাদের ম্যাচ জেতানোর সামর্থ্য রয়েছে। তাদের উপর আমাদের আস্থা আছে।’

তবে আমির দলের ফেরায় কিছুটা নাখোশ সাবেক পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। আমিরের দলে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমিরের জন্য আমার সহানুভূতি আছে, কিন্তু ক্ষমা নেই। আমার ছেলেও যদি এমন কাজে জড়ায় (ফিক্সিং) তাহলে আমি তাকে মেনে নেব না।’

আরও পড়ুন: অবসর ভেঙে পাকিস্তান দলে ফিরলেন আমির ও ইমাদ 

ক্রিফোস্পোর্টস/৯এপ্রিল২৪/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট