Connect with us
ক্রিকেট

আইপিএলে রিশাদের সম্ভাবনা কতটুকু, মুস্তাফিজকে ধরে রাখবে চেন্নাই?

Mustafizur and Rishad hossain
মুস্তাফিজ ও রিশাদ হোসেন। ছবি- সংগৃহীত

বিশ্বের অন্যতম সেরা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট মনে করা হয় ভারতীয় ক্রিকেট লিগ– আইপিএলকে। গেল মৌসুমে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে টুর্নামেন্টটিতে খেলেছেন মুস্তাফিজুর রহমান। এবার আইপিএলে কে প্রতিনিধিত্ব করবে টাইগারদের, মেগা নিলামের পূর্বে এমন প্রশ্ন জেগেছে দেশের ক্রিকেটপ্রেমীদের মাঝে।

আজ থেকে সংযুক্ত আরব আমিরাতের জেদ্দায় অনুষ্ঠিত হবে দুইদিন ব্যাপী আইপিএলের মেগা নিলাম। যেখানে নিলামের শর্ট লিস্টে রয়েছে ১২ টাইগার ক্রিকেটারের নাম। তাই বাংলাদেশী ক্রিকেট ভক্তদের আগ্রহে থাকবে এবারের মেগা নিলাম। যার মধ্যে মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেনের দিকে থাকবে বিশেষ নজর।

সাকিব আল হাসানের পর আইপিএলে নিয়মিত মুখ বলা চলে মুস্তাফিজকে। আইপিএলে তার খেলার অভিজ্ঞতাও বেশ ভালো। এখন পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতিয়েছেন এই পেসার। যেখানে গত আসরে চেন্নাইয়ের হয়ে দেখিয়েছেন চমক।

Mustafizur Rahman and Ruturaj Gaikwad

চেন্নাই শিবিরে মুস্তাফিজ।

অনেকেই মনে করেছিলেন এবার নিলামের আগে মুস্তাফিজকে রিটেইন করবে চেন্নাই। তবে শেষ পর্যন্ত রুতুরাজ গায়কোয়াড়, মাথিশা পাতিরানা, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনিকে দলে ধরে রাখলেও মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে দলটি। তাই আবারও নিলামে উঠতে যাচ্ছে ফিজের নাম।

এর আগে আইপিএলের গত মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে ৯ ম্যাচ খেলে ১৪ উইকেট শিকার করেছিলেন তিনি। মাথিশা পাতিরানার সঙ্গে দারুণ জুটি গড়ে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেন ফিজ। আর চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে মুস্তাফিজের কাটার কতটা ভয়ংকর তা দেখেছিল সবাই।

After ODI and T20, is Rishad getting a chance to test?

টি-টোয়েন্টি বিশ্বকাপের রিশাদ হোসেন।

তাই নিলাম থেকে আরও একবার এই টাইগার ক্রিকেটারকে দলে নেয়ার সুযোগ পেলে নিশ্চয়ই খুব সহজে হাতছাড়া করতে চাইবে না চেন্নাই। এমনকি অভিজ্ঞতার বিচারে অন্যান্য দল থেকেও মুস্তাফিজের প্রতি দেখাতে পারে আগ্রহ। তবে তেমনটা না হলেও চেন্নাইয়ের শিবিরে এই টাইগার ক্রিকেটারকে দেখার সম্ভাবনা অমূলক নয়।

আরও পড়ুন:

» ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন মুশফিক, ফিরতে পারেন যারা

» হাসান মাহমুদের নতুন কীর্তি, অভিষেকের বছরেই ভাঙলেন রেকর্ড

এদিকে সম্ভাবনার বিচারে মুস্তাফিজের পর টাইগার ক্রিকেটারদের মধ্যে সবার আগে নাম উঠে আসবে তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। আর এখানে সবথেকে বড় কারণ রিশাদের বোলিং অস্ত্র। কেননা আইপিএলে দলগুলোর কাছে একজন লেগ স্পিনার সবসময় গুরুত্বপূর্ণ। পাশাপাশি শেষ দিকে ব্যাটিংয়ে এসে বড় শট খেলার সামর্থ্য রয়েছে তার।

এছাড়া গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল ভালো না করলেও দারুন পারফরম্যান্স দেখিয়েছিলেন রিশাদ। বৈশ্বিক সেই টুর্নামেন্টে তিনি তুলেছিলেন প্রতিপক্ষের ১৪ উইকেট। তারপর বিভিন্ন বিদেশী ফ্রাঞ্চাইজি লিগেও ডাক পেয়েছিলেন এই তরুণ লেগ স্পিনার। তাই এবারের আইপিএলে তার প্রতি আগ্রহ দেখাতেই পারে যেকোনো দল।

ক্রিফোস্পোর্টস/২৪নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট