Connect with us
ক্রিকেট

সাকিব-মাশরাফির বিসিবি প্রধান হওয়ার শর্ত কী?

Mashrafe Mortaza and shakib al hasan
সাকিব আল হাসান ও মাশরাফি বিন মোর্ত্তজা- সংগৃহীত

দীর্ঘ এক দশকেরও বেশি সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান পদ আঁকড়ে আছেন নাজমুল হাসান পাপন। তবে সম্প্রতি দেশের মন্ত্রিসভার সদস্য পদ পাওয়ায় গুঞ্জন শোনা যায়, এবার হয়তো বিসিবি সভাপতির পদ থেকে সরে দাঁড়াবেন তিনি। যদি আসলেই পাপন নিজের পুরনো দায়িত্ব থেকে অব্যাহতি নেন, তবে প্রশ্ন তার পরিবর্তে কে আসবেন বিসিবি প্রধানের আসনে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের চোখ রাখলে দেখা যায় নাজমুল হাসান পাপনের বিকল্প হিসেবে ভক্তরা সব থেকে বেশি এগিয়ে রাখছেন টাইগারদের সাবেক কাপ্তান ও দুইবারের নির্বাচিত সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজাকে। অনেকে এই দৌড়ে নাম দেখছেন সাকিব আল হাসানেরও। তবে আদৌ কি তারা বিসিবি প্রধানের দায়িত্ব নিতে সক্ষম?

গতকাল শুক্রবার (১২ জানুয়ারী) দুপুরে সাংবাদিকদের সাথে এই বিষয়ে কথা বলেন স্বয়ং বর্তমান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। মাশরাফি অথবা সাকিবকে কি বিসিবি সভাপতি পদে দেখা যাওয়ার কোন সম্ভাবনা আছে কিনা এমন কৌতূহলের জবাবে তিনি বলেন, বাইরে থেকে কারো আসার কোন সুযোগ নেই।

মূলত বিসিবির জটিল গঠনতন্ত্রের কারণেই পাপন সরে দাঁড়ালেও এখনই বিসিবি প্রধানের পদে মাশরাফি কিংবা সাকিবের আসার সুযোগ দেখা যাচ্ছে না। এখানে বিসিবি সভাপতি পদে আসতে হলে কিছু নিয়ম মেনে অন্তত তিনটি শর্ত পূরণ করতে হয়। গঠনতন্ত্রের বাইরে গিয়ে কাউকে নিয়োগ দেওয়া হলে আসতে পারে আইসিসি থেকে শাস্তির বিধান।

বিসিবি প্রধান হতে যে তিন শর্ত পালন করতে হবে:

১) আইসিসির পূর্ণ সদস্য হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মেনে চলতে হবে আইসিসির গাইডলাইন।
সেই গাইডলাইন অনুযায়ী বোর্ডের সভাপতিকে অবশ্যই নির্বাচিত সভাপতি হতে হবে। তাকে নির্বাচন ছাড়া মনোনীত করার সুযোগ নেই।

২) বোর্ড সভাপতি পদে প্রার্থিতা করবেন যিনি, তাকে হতে হবে বোর্ডের পরিচালনা পর্ষদের সদস্য। পরিচালক ছাড়া অন্য কাউকে বোর্ড সভাপতি হিসেবে ভোট দেওয়ার সুযোগ নেই।

৩) বোর্ডের পরিচালক পদে নির্বাচন করতে হলে বোর্ডের কাউন্সিলর হতে হবে, কাউন্সিলর হওয়ার জন্য আঞ্চলিক বা ক্লাব পর্যায়ের ক্রিকেটে সংগঠকের ভূমিকায় থাকতে হবে। সর্বশেষ নির্বাচনে কাউন্সিলরের সংখ্যা ছিল ১৭১।

সাকিব-মাশরাফি কেউই বিসিবির কাউন্সিলর নন। তাই এখনই বোর্ড সভাপতি হওয়া তো দূরের কথা পরিচালক পদে নির্বাচন করারও তাদের কোন সুযোগ নেই। নাজমুল হাসান পাপন যদি বিসিবি প্রধানের পথ থেকে সরে দাঁড়ান, তবে বর্তমান পরিচালনা পর্ষদের মধ্য থেকেই কাউকে বোর্ড সভাপতি হিসেবে নির্বাচন করা হবে।

আরও পড়ুন: কে হবেন পরবর্তী বিসিবি প্রধান, জানালেন পাপন

ক্রিফোস্পোর্টস/১৩জানুয়ারি২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট