Connect with us
ক্রিকেট

বাংলাদেশ দলকে নিয়ে নিজের ভাবনা কি? যা বললেন সালাউদ্দিন

bangladesh coach
কোচ সালাউদ্দিন। ছবি : সংগৃহীত

কয়েকদিন আগেই দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে। যদিও দায়িত্ব পাওয়ার পরও এতদিন আসেননি সংবাদ সম্মেলনে। তবে আজ (রবিবার) প্রথমবারের মতো এসেছেন সংবাদ সম্মেলনে। মিরপুরে শেরে-বাংলা ক্রিকেট গ্রাউন্ডে গণমাধ্যমে কথা বলে নিজের ভাবনা জানান সালাউদ্দিন।

গণমাধ্যমের সামনে শুরুতেই জাতীয় দলের কোচ হিসেবে নিজের দায়িত্বের কথা জানিয়ে বলেন, ‘দেখুন আমি হলাম সহকারী কোচ। সুতরাং আমার কাজ হলো দলের হেডকোচ কে সবসময় সাহায্য করা। এছাড়াও ক্রিকেটারদের সাথে যতটুকু পারি কাজ করে তাদের উন্নতির চেষ্টা করবো, ভুলগুলো ধরিয়ে দিবো। গতবারের তুলনায় এবার হয়তো আমার ভূমিকা সম্পূর্ণ আলাদা। তবে আমার চেষ্টা থাকবে বিদেশি কোচদের সঙ্গে খেলোয়াড় যোগাযোগ দক্ষতা বাড়াতে সাহায্য করা।’

নতুন খেলোয়াড়দের নিয়ে তাঁর ভাবনা জানতে চাইলে সালাউদ্দিন বলেন, ‘নতুন খেলোয়াড়রা এসেই বড় খেলোয়াড় হয়ে যাবে না। সুতরাং তাঁদের লাগবে একটা সুন্দর গাইডলাইন। যেমন- সাকিব-মুশফিকরা কিন্তু জাতীয় দলে ঢুকেই বড় খেলোয়াড় হয়ে যায়নি। বরং সঠিক গাইডলাইন মেনে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তাঁরা আজ এত বড় খেলোয়াড় হয়েছে। নতুন খেলোয়াড়দের সেই ধরনের মোটিভেশন প্রদান করতে হবে। যাতে তারা মোটিভেশানকে কাজে লাগিয়ে ভালো কিছু করতে পারে। আমি জানি তরুণদের মধ্যেও সেই মোটিভেশানটা আছে ভালো কিছু করার।’

সিনিয়র সহকারী এই কোচ আরও বলেন যে, ‘নতুনদের সঠিক গাইডলাইনের মাধ্যমে পরিচর্যা করতে পারলে তাঁরাও একদিন বড় তারকা হয়ে উঠবে। তাদের নিজেদের চেষ্টার পাশাপাশি আমাদের উচিত তাঁদেরকে সাপোর্ট দেওয়া।’

সাম্প্রতিক সময়ে টিম টাইগার্সের বাজে পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করলে সালাউদ্দিন বলেন যে, ‘তাঁদের সাথে কাজ না করলে তো দূর থেকে ওইভাবে বলা যাবে না যে তাদের সমস্যাটা কোথায় হচ্ছে। স্কিলে নাকি, নাকি মানসিকভাবে নাকি অনুশীলনে সমস্যা। তবে সমস্যা খোঁজা হচ্ছে দেখা যাক কোথায় সমস্যা পাওয়া যায়।’

এসময় পরিবর্তন দরকার কি না এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন যে, ‘দেখেন রাতারাতি সবকিছু পরিবর্তন করা উচিত না বরং তাঁদের কে মানসিকভাবে কিছুটা শান্তি দেওয়া দরকার। যাতে করে তাঁরা নিজেরা নিজদের সামর্থ্যের সবটুকু দিয়ে খেলতে পারে। আশা করি তাঁরা দলকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবে।’

উল্লেখ্য জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেলেও এখনও দলের সঙ্গে যোগ দেননি তিনি। চলতি মাসে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে জাতীয় দলে নিজের পথ চলাকে নতুন করে শুরু করতে চলেছেন দেশসেরা এই কোচ।

আরো পড়ুন : অস্ট্রেলিয়ার মাটিতে ২২ বছরের দুঃখ ঘোচালো পাকিস্তান

ক্রিফোস্পোর্টস/১০নভেম্বর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট