গতকাল (রোববার) ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল ভারত। এদিন দুর্দান্ত বল করে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ কে বিধ্বস্ত করেছেন ভারতীয় পেসার আর্শদীপ সিং। বাংলাদেশের দুই ওপেনার রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেছেন তার কাছে।
এ ম্যাচে ৩ ওভার ৫ বল করে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন ভারতের বাম-হাতি পেসার আর্শদীপ সিং। ম্যাচ সেরা পুরস্কারও পান তিনি। বাংলাদেশের বিপক্ষে উইকেট নেওয়ার রহস্য উন্মোচন করেছেন এই পেসার।
ম্যাচ শেষে আর্শদীপ বলেন, ‘লাস্টের দিক থেকে আমি বল করছিলাম। আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে উইকেট না পেলেও বল হাত থেকে ভালো যাচ্ছিল আমার। রান-আপে সামান্য পরিবর্তন করেছিলাম। কব্জিতেও সামান্য করেছিলাম। মূলত আমি জিনিসগুলি শিখে রাখি এবং অন্বেষণ করার চেষ্টা করি। অভিজ্ঞতা আছে, আপনি যত বেশি খেলবেন ততই শিখবেন। সকলেই ভালো বোলিং করেছে, বিশেষ করে মায়াঙ্ক দুর্দান্ত বোলিং করেছিলেন। আমি মনে হয় এ সংস্করণে সবচেয়ে ভালো জিনিস হল পরিস্থিতি, উইকেট এবং মাটির মাত্রার সঙ্গে মানিয়ে নেওয়া। আমার লক্ষ্য আমি কতটা মানিয়ে নিতে পারি এবং কততা তাড়াতাড়ি মানিয়ে নিতে পারি।’
আরও পড়ুন: ভারতের বিপক্ষে হারার পর পুরানো কথা-ই ঘুরিয়ে অন্যভাবে বললেন শান্ত
এ ম্যাচে বাংলাদেশের দুই ওপেনারকে ফিরিয়ে আন্তর্জাতিক টি-টুয়ান্টি ক্রিকেটে পাওয়ার প্লেতে নবম বারের মতো ২ উইকেট বা তারও বেশি উইকেট নেওয়া তালিকায় তৃতীয় অবস্থানে অস্ট্রেলিয়ান বোলার জোশ হেজলউডের নামের পাশে নিজের নাম লিখিয়েছেন আর্শদীপ। এ তালিকায় ১৩ বার পাওয়ার প্লেতে দুই বা তার বেশি উইকেট নিয়ে শীর্ষ অবস্থানে আছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি৷ দ্বিতীয় অবস্থানে আছে আফগানিস্তানের নবিন উল হক। তিনি নিয়েছেন ১১ বার। ৯ বার নিয়ে তৃতীয় অবস্থানে আছেন জোশ হেজলউড ও আর্শদীপ সিং।
ক্রিফোস্পোর্টস/০৭ অক্টোবর ২৪/এইচআই