Connect with us
ক্রিকেট

বিশ্বকাপ ভাবনা নিয়ে যা জানালেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি

Juti
নিগার সুলতানা জ্যোতি। ছবি - সংগৃহীত

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ ছিলো বাংলাদেশ। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপটি সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। সেই বিশ্বকাপকে সামনে রেখে আজকে সংবাদ সম্মেলনে কথা বললেন বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সেই সাথে আজ মঙ্গলবার মিরপুর শেরে-বাংলায় বিশ্বকাপের আনুষ্ঠানিক ফটোসেশন সেরে ফেলেন জাতীয় নারী ক্রিকেট দল।

তার কাছে বিশ্বকাপ লক্ষ্যের কথা জানতে চাইলে তিনি বলেন,’ আমাদের প্রথম লক্ষ্য থাকবে ম্যাচ জিততে চেষ্টা করা। কারণ আমরা নিয়মিত ভালো খেললেও ম্যাচ জিততে পারি না। আর আপনি যদি ম্যাচ জিততে না পারেন তাহলে ভালো খেলার কোনো মূল্য থাকে না। যেহেতু বিশ্বকাপ ইতিহাসে ২০১৪ বিশ্বকাপে মাত্র ১ টা ম্যাচ ছাড়া আমরা আর কোনো ম্যাচ জিততে পারিনি। সেহেতু আমাদের অন্যতম লক্ষ্য থাকবে ম্যাচ জেতা।যদি আমরা ম্যাচ জিততে পারি আমাদের একটা ভালো আত্মবিশ্বাস যোগাবে এবং একটা ভালো শুরু পাবো।’

 

আপনারা কি সেমিফাইনালে খেলতে চান কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জ্যোতি বলেন, ‘অবশ্যই খেলতে চাই, কে না সেমিফাইনাল খেলতে চাই না বলুন তো। আমরা আশা করি ভালো ক্রিকেট খেলতে পারলে আমরা সেমিফাইনাল খেলতে পারবো।’

এসময় জ্যোতি আরও বলেন, ‘আমরা সেভাবেই খেলতে চাইবো আমিরাতে। যাতে ভালো কিছু একটা করতে পারি দেশের জন্য, এতে করে শুধু দেশের ক্রিকেটই উপকৃত হবে দেশের সম্মান বাড়বে এবং অনেক তরুণী আত্মবিশ্বাস পাবে যা আমাদের পরবর্তীতে নারীদের ক্রিকেটমুখী হতে সাহায্য করবে।’

চলতি বিশ্বকাপের বাংলাদেশের প্রথম ম্যাচটি অধিনায়ক জ্যোতির ক্যারিয়ারের শততম টি-টোয়েন্টি ম্যাচ। তাই প্রথম ম্যাচটি জ্যোতির জন্য একটু বেশিই স্পেশাল। আবার বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ হওয়ায় পুরো দলটার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ।

জ্যোতির শততম ম্যাচের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘ অবশ্যই শততম ম্যাচ যেকোনো খেলোয়াড়ের জন্যই বিশেষ কিছু। আমিও চাই আমার শততম ম্যাচটা জিততে। একজন খেলোয়াড় হিসেবে শততম ম্যাচ খেলা ভাগ্যের বিষয়। আমি জানি না আমি খেলতে পারবো কি না, কিন্তু আল্লাহ যদি চান এবং আমাকে সুস্থ রাখেন তাহলে ভালো খেলার চেষ্টা করবো এবং যেন জিততে পারি সেটাই লক্ষ্য থাকবে।’

আরো পড়ুন : পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, মনে করেন নাফিস ইকবাল

 

ক্রিফোস্পোর্টস/২৪সেপ্টেম্বর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট