শেখ হাসিনা সরকারের পতনের পর ড: মুহাম্মদ ইউনুসকে প্রধান করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হয়েছে। যেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। এদিকে চলতি বছরেই দেশের মাটিতে আয়োজন হওয়ার কথা রয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর।
এরই মধ্যে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দেশের মাটিতে আয়োজন করার বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে বর্তমানে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দেশের এই পরিস্থিতিতে এমন একটি মেজর টুর্নামেন্ট আয়োজন করতে পারা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।
এদিকে বিসিবি সূত্রে জানা যায় বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পূর্বে দুটি বিষয়ে নিশ্চিত হতে চায় আইসিসি। যার মধ্যে প্রথমটি হচ্ছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে থাকতে হবে। এবং দ্বিতীয়টি হচ্ছে, ‘ভ্রমণ নিষেধাজ্ঞা’ থাকা যাবে না। মূলত আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলোয়াড় কোচ আম্পায়ার ও কর্মকর্তাসহ সকলের যাতায়াত মসৃণ রাখতে এমনটা করতে হবে।
বিসিবির সেই সূত্র মতে বাংলাদেশে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে আপাতত ‘রেড ফ্ল্যাগ’ দিয়ে রেখেছে আইসিসি। পরিস্থিতি উন্নতি হওয়ার সাথে সাথে এটি ‘ইয়েলো ফ্ল্যাগ’ এবং পর্যায়ক্রমে ‘গ্রিন ফ্ল্যাগে’ আসতে পারে। এছাড়া বিসিবি এক কর্মকর্তা জানিয়েছে দ্রুতই বিশ্বকাপ আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তাই সংশ্লিষ্ট সকল মহলের সঙ্গে যোগাযোগ করছে বিসিবি।
সেই বোর্ড কর্মকর্তা বলেন, ‘টুর্নামেন্ট শুরুর ২০-২৫ দিন আগে আইসিসিকে বললে হবে না যে দেশের সব ঠিক হয়ে গেছে। মিলিয়ন ডলারের আয়োজন এটি। হুট করে কিছু বলা যাবে না। দ্রুতই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। নিজেদের স্থানীয় সোর্স কাজে লাগিয়ে প্রতিদিন আমাদের দেশের খবর পাচ্ছে আইসিসি। তারা এখনো বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায়। এদিকে শেষ মুহূর্তে ভেন্যুসপরিবর্তন করাও আইসিসির জন্য বড় ঝামেলা।’
গতকাল এক বোর্ড পরিচালক জানিয়েছেন তাঁরা সংশ্লিষ্ট মহলের সঙ্গে যোগাযোগ করছে এবং আইসিসিকে দেশের পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করার চেষ্টা চালাচ্ছে, ‘আমরা এখন আইসিসিকে আশ্বস্ত করার চেষ্টা করছি। নতুন সরকার এসেছে, আশা করি কয়েক দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। কিন্তু তারা ভয় পাচ্ছে। কারণ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ এখনো স্বাভাবিক হতে পারেনি। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেনের সঙ্গেও কথা বলেছি।’
আরও পড়ুন: আক্ষেপ নিয়ে ফুটবলকে বিদায় বললেন ব্রাজিল কিংবদন্তি মার্তা
ক্রিফোস্পোর্টস/১১আগস্ট২৪/এফএএস