এশিয়া কাপ হাতছাড়া হয়েছে অনেক আগেই। ভারতের বিপক্ষে বাংলাদেশের শুক্রবারে ম্যাচটি ছিল নিয়মরক্ষার। সেই ম্যাচেই বাজিমাত টাইগারদের। আসরের ফাইনালিস্টদের হারিয়ে বিমানে উঠেছে টিম বাংলাদেশ। এ জয়ে উচ্ছ্বসিত টাইগার কোচ হাথুরুসিংহে। কারণ; বিশ্বকাপের আগে যা চেয়েছেন তাই পেয়েছেন তিনি।
শ্রীলঙ্কার মাটিতে সুপার ফোরের ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারিয়েছে সাকিব-মিরাজরা। আর এতেই ইতিবাচক অনেক কিছু খুঁজে পেয়েছেন হেড কোচ।
ম্যাচ জয়ের পর হাথুরুসিংহে সংবাদ মাধ্যমকে বলেন, এই টুর্নামেন্টটা আগেই আমাদের হাতছাড়া হয়ে গেছে। আসরে আমরা কিছু ব্যক্তিগত পারফরম্যান্স দেখেছি, তবে সম্মিলিত প্রচেষ্টা পাইনি। এই ম্যাচটি ছিল সত্যিকারের সম্মিলিত প্রচেষ্টা, এর ফলও আমারা পেয়েছি।
হাথুরু বলেন, সামনের মাসেই বিশ্বকাপ। এর আগে ভারতের বিপক্ষে জয় আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। টুর্নামেন্টে আমরা ভালোই করেছিলাম কিন্তু সম্মিলিত প্রচেষ্টার জন্য আমরা অনেক ভুগেছি।
তিনি বলেন, এখানে আমি কোনো অজুহাত দিচ্ছি না, মূলত গুরুত্বপূর্ণ সময়ে আমরা ইনজুরি ও ফিটনেস ইস্যুতে পড়েছি।
তবে ভালো বিষয় হলো, আমাদের খেলোয়াড়দের গভীরতা দেখতে পাওয়া। ভারতের বিপক্ষে জয়টা আমাদের আত্মবিশ্বাস দিয়েছে।
আরও পড়ুন: সবার আগে ফাইনালে ভারত, বাংলাদেশের বিদায়
ক্রিফোস্পোর্টস/১৬সেপ্টেম্বর২৩/এসএ