
চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জয়ের প্রত্যাশার কথা শুনিয়েছিল বাংলাদেশ। অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সংমিশ্রণে গড়া হয়েছিল দল। তবে সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান থেকে রীতিমতো নাস্তানাবুদ হয়ে ফিরেছে টাইগাররা। যেখানে দলকে ভীষণভাবে হতাশ করেছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ।
এতে নতুন করে উঠেছে এই দুই ক্রিকেটারের অবসরের আলোচনা। বয়সের বিবেচনায় তাদের কি দল থেকে বাদ দেয়া উচিত কিনা সে বিষয়েও উঠছে প্রশ্ন। তবে এই বিষয়ে এবার জবাব দিলেন বিসিবি পরিচালক আকরাম খান। আজ বুধবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কথা বলেছেন অভিজ্ঞ দুই ক্রিকেটারকে নিয়ে।
কোন নির্দিষ্ট ক্রিকেটার খেলা চালিয়ে যাবেন কিনা সেটা তিনিই ভালো বলতে পারেন উল্লেখ করে আকরাম খান বলেন, ‘আকরাম খান বলছিলেন, ‘দেখেন একটা জিনিস প্রথমে আমি মনে করি যে, যারা সিনিয়র প্লেয়ার আছে তাদের সবাইকে সম্মান করা উচিত। খেলোয়াড়রাই বলতে পারবে একমাত্র ওর ফিটনেস, বা প্রেসার কিভাবে খেলাটা নিচ্ছে। একটা খেলোয়াড়ই বুঝতে পারে তার ভবিষ্যৎ কি অবস্থা।’
আরও পড়ুন:
» পাকিস্তানের মাটি থেকে সরে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল
» হুট করেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেন স্মিথ
নির্দিষ্ট সেই ক্রিকেটারের ওপরেই তার অবসরের সিদ্ধান্ত ছেড়ে দেয়ার কথা জানালেন সাবেক এই অধিনায়ক, ‘সবকিছু মিলে আমাদের খেলোয়াড়দের উপর ছেড়ে দেয়া উচিত, সিদ্ধান্তটাও ওরাই নিক। এবং যদি বেশি সমস্যা হয় টিম ম্যানেজমেন্ট আছে খেলোয়াড়ও আছে ওরা বসে সিদ্ধান্ত নেয়া উচিত। আমার মনে হয় এটা নিয়ে বাইরে আলাপ আলোচনা করা সম্মানজনক দেখায় না।’
প্রসঙ্গত, বেশ অনেকটা সময় যাবতই ব্যাট হাতে খুব একটা ভালো ছন্দে নেই মুশফিকুর। গেল বিপিএলেও বলার মত তেমন কিছু করতে পারেননি। তবে রিয়াদ এর আগে মোটামুটি ছন্দেই ছিলেন নিজের। বিপিএলেও পেয়েছিলেন রানের দেখা। আর ওয়ানডে ফরমেটে এর আগে খেলা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে করেছিলেন টানা তিন ম্যাচে ফিফটি।
ক্রিফোস্পোর্টস/৫মার্চ২৫/এফএএস
