Connect with us
ক্রিকেট

সাকিবের চোখের সমস্যা নিয়ে যা জানাল বিসিবি

Shakib al hasan
চোখের রেটিনা রোগে ভুগছেন সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

ভারত বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। সম্প্রতি চোখের চিকিৎসা জন্য তাকে সিঙ্গাপুর পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে তার বাম চোখের রেটিনাতে একটি সমস্যা ধরা পড়েছে। বিসিবির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।   

বিসিবির সিনিয়র চিকিৎসক দেবাশীষ চৌধুরী আইসিসিকে জানিয়েছেন, ‘সাকিব তার বাম চোখের সমস্যার কথা বোর্ডকে জানান। এছাড়া বাংলাদেশ ও বিদেশের চক্ষু বিশেষজ্ঞদের পরামর্শ নেন। একাধিক চোখের চিকিৎসকের মূল্যায়নের পর নিশ্চিত হওয়া যায় সাকিব তার চোখে এক্সট্রাফোভাল সেন্ট্রাস কোরিওরেটিনোপ্যাথিতে (সিএসআর) ভুগছেন।’

দেবাশীষ চৌধুরী বলেন, সাকিবের চোখের সমস্যা সমাধানে এখনই কোনো অপারেশনের প্রয়োজন নেই। আপাতত পর্যবেক্ষণে থাকবেন সাকিব।

বিপিএল শুরু হওয়ার আগে চোখের চিকিৎসা নিতে লন্ডনে যান সাকিব। সেখানে তার চোখে কোনো সমস্যা ধরা পড়েনি। তবে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে নিজেদের প্রথম ম্যাচের পর পুনরায় চোখের সমস্যায় ভুগেন সাকিব। এরপরই বিসিবি থেকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয় বাংলাদেশ অধিনায়ককে।

উল্লেখ্য, ইতোমধ্যে বিপিএলের ঢাকা পর্বের ম্যাচ শেষ হয়েছে। ২৬ জানুয়ারি থেকে শুরু হবে সিলেট পর্ব। ঢাকা পর্বে ২ টি ম্যাচ খেলেছে রংপুর। ঢাকা পর্বে সাকিব ১ ম্যাচ খেললেও সিলেট পর্বের শুরু থেকেই দলে দেখা যেতে পারে বিশ্বসেরা অলরাউন্ডারকে।

আরও পড়ুন: আইসিসির বর্ষসেরা ইমার্জিং ক্রিকেটার হলেন রাচিন রবীন্দ্র 

ক্রিফোস্পোর্টস/২৪জানুয়ারি২৪/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট