Connect with us
ক্রিকেট

মাহমুদউল্লাহকে বাদ দেওয়া নিয়ে যা বলল বিসিবি

মাহমুদুল্লাহ
এশিয়া কাপ থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ (বায়ে), দলের নতুন মুখ তানজিদ তামিম। ছবি-গুগল

আজ শনিবার (১২ই আগস্ট) এশিয়া কাপের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা ১৭ জনের দল ঘোষণা করেছেন। নতুন মুখ তানজিদ হাসান তামিম। তবে দলে জায়গা পাননি অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ।

মাহমুদউল্লাহ সর্বশেষ আন্তর্জাতিক ওয়ানডে খেলেছিলেন চলতি বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে। তাকে দলে না নেওয়ার বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বলেছেন, ‘তাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। টিম ম্যানেজমেন্ট ভবিষ্যতের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা মনে করেছি, ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ভালো হয়েছে।’

লিটনের ওপেনিং সঙ্গী বিবেচনায় রাখা হয়েছে ইমার্জিং এশিয়া কাপে দারুণ ক্রিকেট খেলে জাতীয় দলে ডাক পাওয়া তরুণ তানজিদ তামিম ও আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের শেষ দুটি ম্যাচ খেলে ব্যর্থ হওয়া নাঈম । ইমার্জিং এশিয়া কাপেও তেমন ভালো করেননি।

ইমার্জিং এশিয়া কাপে ভালো ক্রিকেট খেলায় এশিয়া কাপের দলে ফিরেছেন ডানহাতি স্পিন অলরাউন্ডার শেখ মাহেদী। এছাড়া টিম ম্যানেজমেন্ট দলে অতিরিক্ত একজন অলরাউন্ডারের কথা ভেবে তাকে নিয়েছে। লোয়ার অর্ডারের বিবেচনায় দলে আছেন আফিফ হোসেন ও শামীম পাটোয়ারি।

বাদ পড়েছেন বা-হাতি স্পিনার তাইজুল ইসলাম, দলে ঢুকেছেন নাসুম আহমেদ। এক্ষেত্রে শ্রীলঙ্কা ও পাকিস্তানে ফ্লাট উইকেটে খেলা হতে পারে এই বিষয়টি মাথায় রাখা হয়েছে বলে উল্লেখ করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ফ্লাট উইকেটে তাইজুলের চেয়ে নাসুমকে বেশি কার্যকরী ধরা হয়েছে।

এশিয়া কাপের দলঃ সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হাসান শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মাহেদী, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাঈম শেখ।

আরও পড়ুনঃ সবার আগে এশিয়া কাপের দল ঘোষণা করলো পিসিবি

ক্রিফোস্পোর্টস/১২আগস্ট২৩/এম এইচ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট