Connect with us
ফুটবল

হামজার বাংলাদেশের হয়ে খেলার খবরে যা বললেন বাফুফে সভাপতি

BFF HAM ZA
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও ফুটবলার হামজা

ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা খেলবেন বাংলাদেশ জাতীয় দলে। এমন খবরে ফুটবলপাড়ায় বয়ে যাচ্ছে খুশির জোয়ার। সেই খুশির জোয়ারে শামিল হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি তাবিথ আওয়ালও। হামজার বাংলাদেশের হয়ে খেলার খবরে বাফুফে সভাপতি নতুন আশা দেখছেন।

ইংলিশ নাগরিক হামজা চৌধুরীকে দেখে অন্যান্য প্রবাসী বাংলাদেশী ফুটবলার বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী হবে এমন আশা বাফুফে সভাপতি তাবিথ আওয়ালের। বাফুফে সভাপতির আশা- হামজা পথ দেখাবেন আরো প্রবাসী ফুটবলারদের। ইংলিশ কন্ডিশনে বেড়ে ওঠা, হামজা কতটা মানিয়ে নিতে পারবেন তা নিয়ে শঙ্কাও আছে তার।

গতকালই জানা গিয়েছিল- বাংলাদেশের জার্সি গায়ে চাপাতে আর কোন বাধা নেই হামজা চৌধুরীর। শেষ হতে চলেছে অপেক্ষার প্রহর। হামজা চৌধুরীর জন্য এদেশের দর্শকদের আগ্রহ ছিলো মাত্রা ছাড়া। বিশ্বসেরা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজার মানের ফুটবলার শুধু বাংলাদেশেই নয়, উপমহাদেশেই নেই।


আরও পড়ুন:

» হামজা এখন বাংলাদেশের, খেলবেন লাল-সবুজের জার্সিতে

» ‘নিজের ওপর রাগ হচ্ছিল, তবে আলহামদুলিল্লাহ অবদান রাখতে পেরে’


তবে ইপিএলের টপ লেভেলে খেলা একজন ফুটবলারের জন্য বড় সমস্যা হবে না বলে মনে করেন তাবিথ আওয়াল। শুধু কন্ডিশন নয়, সমস্যা বাংলাদেশের লিগের মান ও মাঠ নিয়েও। এই নিয়ে হতাশ বাফুফে সভাপতি। ক্রিকেটারদের মতো ফুটবলারদের ব্র্যান্ডিং করতে কাজ কারছে বাফুফের মার্কেটিং টিম। এশিয়ান কাপের বাছাইয়ে পরাজয়ের ব্যবধান কমানোর চিন্তা না করে জয়ের আশা বাফুফের।

ইংল্যান্ডে বেড়ে ওঠেন হামজা চৌধুরী। তবে তার পরিবার বাংলাদেশি হওয়ায় কয়েক বছর ধরেই লাল-সবুজের জার্সিতে খেলার আগ্রহ দেখিয়ে আসছিলেন। তাকে পেতে বাফুফেও অনেকদিন ধরেই চেষ্টা চালাচ্ছিল। অবশেষে ফিফার সবুজ সংকেত পেয়ে বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন এই ২৭ বছর বয়সী মিডফিল্ডার।

হামজার যুব ক্যারিয়ার কেটেছে লেস্টার সিটির একাডেমিতে। তবে তার সিনিয়র ক্যারিয়ার শুরু হয় ব্রুটন আলবিয়নের জার্সিতে। সেখানে দুই মৌসুম কাটিয়ে ২০১৭ সালে যোগ দেন লেস্টার সিটিতে। এখনও লেস্টাররের হয়েই খেলছেন তিনি। মাঝে এক মৌসুম ওয়াটফোর্ডের হয়ে লোনে খেলেছেন হামজা। এছাড়া ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের জার্সিতেও খেলেছেন এই ফুটবলার।

এর আগে বাফুফে হামজার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে এক বিবৃতিতে জানায়, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছে যে হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছে। ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার এই সিদ্ধান্ত জানিয়েছে।’

এছাড়া হামজার ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিও এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। ক্লাবটি তাদের অফিশিয়াল ফেসবুক পেজে হামজার ছবি পোস্ট করে লিখেছে, ‘হামজা চৌধুরী আজ থেকে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।’

ক্রিফোস্পোর্টস/২০ডিসেম্বর২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল