২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে যা করতে হবে ব্রাজিলকে
আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে বাছাইপর্বের ম্যাচ খেলতে ব্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। লাতিন অঞ্চলেও চলছে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ যেখানে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৩ হারে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে বিশ্বকাপের সফলতম দেশ ব্রাজিল।
গত দুই বিশ্বকাপে বিশ্ব জয়ের স্বপ্ন নিয়ে শক্তিশালী দল গঠন করেছিলো ব্রাজিল। কিন্তু দু’বারই পা হড়কে নিজ দেশে ফিরতে হয়েছে তাদের। গত ২২ বছর ধরে অধরা বিশ্বকাপ শিরোপার জন্য তাই শুধু হাহাকারই বেড়েছে সেলেসাওদের। এর মধ্যে আসন্ন ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলোকে ঘিরে নতুন শঙ্কার সামনে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
লাতিন অঞ্চলের বাছাইয়ে টেবিলে ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে অবস্থান করছে দিনিজের শিষ্যরা। গত তিন ম্যাচে টানা তিন হার দেখতে হয়েছে ব্রাজিল সমর্থকদের। এর মধ্যে আবার আজ (বুধবার) নিজেদের ঘরের মাঠে ১-০ গোলে হেরে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে।
বাছাইপর্ব শেষে টেবিলের শীর্ষ ৬ দল আগামী বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিবে। আর ৭ নম্বরে থাকা দলকে প্লে অফ খেলে বিশ্বকাপে সুযোগ পেতে হবে। সে হিসেবে পয়েন্ট টেবিলের শীর্ষ ছয়ের মধ্যে থাকলেই ব্রাজিলের আগামী বিশ্বকাপে জায়গা সুনিশ্চিত। ৭ নম্বরে থাকলে প্লে অফ খেলতে হবে। আর এর বাইরে গেলে গত বারের ইতালির ভাগ্য বরণ করতে হবে। লাতিন অঞ্চলে মোট দলের সংখ্যা ১০ টি। প্রতিটি দলকে মোট ১৮ টি করে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে হবে।
ব্রাজিলের বর্তমানে যে ভগ্ন দশা এবং অফ ফর্ম, তা যদি চলমান থাকে তাহলে আগামী বিশ্বকাপে অংশগ্রহণ বিশ্বকাপের সফলতম দেশটির জন্য বেশ কঠিনই হয়ে যাবে।
আরও পড়ুন:
পুনরায় একসঙ্গে দেখা যাবে না রোনালদো-মেসিকে
Brazil Football Boss Stripped Of Post In Court Ruling
ক্রিফোস্পোর্টস/২২নভেম্বর২৩/এমএস/এমটি