
আর্জেন্টিনার বিপক্ষে লজ্জার হারের পর থেকেই গুঞ্জন চলছিল, অবশেষে সেটাই সত্যি হলো। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কোচের পদ হারালেন দরিভাল জুনিয়র। ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, জাতীয় দলের কোচ হিসেবে দরিভালের অধ্যায় শেষ।
ব্রাজিলের হয়ে ২০২৬ বিশ্বকাপ জয়ের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে পারফরম্যান্সের বিচারে নিজের অবস্থান ধরে রাখতে পারেননি দরিভাল। তার অধীনে ১৬টি ম্যাচ খেলে মাত্র সাতটিতে জয় পেয়েছে দল, ড্র ছয়টি আর হার তিনটি। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে বিদায়, প্যারাগুয়ের কাছে ১৬ বছরে প্রথম হার, আর আর্জেন্টিনার বিপক্ষে ঘরের মাঠ ও প্রতিপক্ষের মাঠে টানা দুই ম্যাচে পরাজয়—সব মিলিয়ে তার সময়টা ছিল ব্যর্থতার ছায়ায় ঢাকা।
৬২ বছর বয়সী দরিভাল ২০২৪ সালের জানুয়ারিতে ব্রাজিলের দায়িত্ব নিয়েছিলেন। এর আগে ক্লাব পর্যায়ে দীর্ঘ কোচিং ক্যারিয়ার থাকলেও জাতীয় দলে নিজেকে সফল প্রমাণ করতে পারেননি তিনি। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচে জয় দিয়ে শুরু হলেও, পরবর্তী সময়ে দলের ফর্মের ক্রমাগত অবনতি তাকে প্রশ্নবিদ্ধ করে তোলে।
আরও পড়ুন:
» বড় জয়ে চ্যাম্পিয়নশিপের শীর্ষে উঠলো হামজার শেফিল্ড
» আইপিএলে গুজরাট-মুম্বাই ম্যাচসহ আজকের খেলা (২৯ মার্চ ২৫)
সিবিএফ তাদের বিবৃতিতে দরিভালকে ধন্যবাদ জানিয়ে বলেছে, ‘ব্রাজিল ফুটবল ফেডারেশন ঘোষণা করছে যে, দরিভাল জুনিয়র আর জাতীয় দলের কোচের দায়িত্বে থাকবেন না। আমরা তার অবদানের জন্য কৃতজ্ঞ এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। খুব শিগগিরই ব্রাজিলের নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।’
তিতে দায়িত্ব ছাড়ার পর দরিভাল ছিলেন ব্রাজিলের তৃতীয় কোচ। তার আগে পাঁচ মাস ছিলেন রামোন মেনেজেস এবং ছয় মাস দায়িত্ব পালন করেন ফার্নান্দো দিনিজ। পরবর্তী কোচ হিসেবে কার্লো আনচেলত্তি ও হোর্হে জেসুসের নাম আলোচনায় থাকলেও, আনুষ্ঠানিক ঘোষণা আসতে এখনও সময় লাগবে।
ক্রিফোস্পোর্টস/২৯মার্চ২৫/এফএএস
