ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ সমতায় শেষ করলেও ওয়ানডেতে একদমই পাত্তা পায়নি বাংলাদেশ। ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের পর এবার টাইগারদের লক্ষ্য টি-টোয়েন্টি সিরিজ। আগামীকাল ভোরে সংক্ষিপ্ত ফরমেটের এই সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।
টি-টোয়েন্টি সিরিজের আগে ভেন্যুতে বাংলাদেশের পূর্ণাঙ্গ অনুশীলনের সুযোগ ছিল কেবল একদিন। তবে বৃষ্টির কারণে সেই দিনটিও ভেস্তে গেছে। যদিও রাতে ফ্লাডলাইটে অনুশীলন করেছে লিটন-সৌম্যরা। অবশ্য প্রস্তুতি নিয়ে তেমন কোন ঘাটতি দেখছেন না অধিনায়ক লিটন দাস। তবে মেনে নিয়েছেন সিরিজে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ।
টাইগাররা যে এই ফরমেটে খুব একটা স্বাচ্ছন্দ বোধ করে না, বিষয়টি আরও একবার বোঝা গেল লিটনের কথায়, ‘সাধারণত টি-টোয়েন্টি ম্যাচগুলি আমাদের জন্য সবসময় একটু কঠিনই হয়। এবার যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের মাঠে খেলা, একটু কঠিন হবেই। তবে আমাদের চেষ্টা থাকবে এখান থেকে বেরিয়ে এসে ভালো একটি সিরিজ খেলার।’
আরও পড়ুন:
» রেকর্ড গড়ার রাতে সতীর্থদের নিয়ে হতাশ সিকান্দার রাজা
» টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে আজ সন্ধ্যায় মাঠে নামবে আর্জেন্টিনা
এদিকে পর্যাপ্ত অনুশীলনের সুযোগ না পেলেও তা নিয়ে খুব একটা চিন্তিত নন তিনি, ‘ অনুশীলনের ঘাটতি নেই। গতকালকে আমরা ফ্লাডলাইটে ফিল্ডিং অনুশীলন করেছি। দলের বেশির ভাগ ক্রিকেটারই ওয়ানডে ও টেস্টে খেলেছে। তারা খেলার মধ্যেই আছে। দুয়েকজন ক্রিকেটার হয়তো নতুন, তবে তারা দুয়েক সেশন অনুশীলন করার সুযোগ পেয়েছে।’
এর আগে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে খেলেছিল বাংলাদেশ। যেখানে তারা জয় পেয়েছিল নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে। অপরদিকে আফগানদের কাছে হেরেছিল এই মাঠেই। তবে বিশ্বকাপের অভিজ্ঞতা হয়তো খুব একটা কাজে লাগাতে পারবে না টাইগাররা। যার কারণ জানিয়েছেন লিটন।
এখানকার উইকেট নিয়ে তিনি বলেন, ‘বিশ্বকাপে যে উইকেট ছিল আর এবার যে উইকেট, তার মধ্যে একটু পার্থক্য দেখেছি। গতকাল অনুশীলন করেছি; উইকেট একইরকম নয়। তারা হয়তো ভিন্নভাবে তৈরি করেছে। আমরা এখনও চিন্তাভাবনা করিনি। আমাদের দলীয় ভারসাম্য চিন্তায় রেখে এগোব। বাংলাদেশের জন্য সেরা যেটি হবে, তাই করব।’
ক্রিফোস্পোর্টস/১৫ডিসেম্বর২৪/এফএএস