Connect with us
ক্রিকেট

দ্বিতীয় টি-টোয়েন্টিতে হার নিয়ে যা বললেন অধিনায়ক শান্ত

নাজমুল হোসেন শান্ত। ছবি- সংগৃহীত

ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হেরে আগেই পিছিয়ে ছিল বাংলাদেশ দল। এবার গতকাল দিল্লিতে সিরিজের দ্বিতীয় ম্যাচেও পরাজয়ের স্বাদ পায় টাইগাররা। আর এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খোয়ালো সফরকারীরা। ম্যাচ হেরে পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারার বিষয়টি সামনে আনলেন অধিনায়ক।

গতকাল বুধবার (১০ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সংক্ষিপ্ত ফরমেটের এই ম্যাচ খেলতে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। যেখানে স্বাগতিকদের দেয়া ২২২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮৬ রানের বড় পরাজয় বরণ করে শান্ত বাহিনী। এতে জেগেছে টেস্ট সিরিজের মতো হোয়াইটওয়াশের সম্ভাবনা।

ম্যাচ শেষে সম্প্রচার মাধ্যমকে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমরা বারবার একই ভুল করছি, যেটা দল হিসেবে ইতিবাচক কিছু নয়। আমাদের উন্নতির অনেক জায়গা রয়েছে। আর যদি টস জিতে বোলিং নেওয়ার কথা বলেন, তাহলে বলব সেটা খুবই ভালো সিদ্ধান্ত ছিল।’

বোলিংয়ে শুরু দিকে ভালো করার বিষয়টি উল্লেখ করেন তিনি। তবে এরপর নিজেদের সেই ধারাবাহিকতা দরে রাখা যায়নি এবং ভারত ঘুরে দাঁড়িয়েছে বলেন শান্ত, ‘আমরা প্রথম ৬-৭ ওভারে ভালো বোলিং করেছি। তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি আমরা। এরপর তারা ভালো ব্যাটিং করেছে। নিজের ওপর ভরসা রাখা খুব জরুরি।’

আরও পড়ুন:

» টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং থেকে সরিয়ে নেওয়া হলো সাকিবের নাম

» টানা দুই হারে সিরিজ খোয়ালো বাংলাদেশ

ভালো শুরু করলো গোটা বোলিং ইনিংসে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন না করতে পারার বিষয়টি তুলে ধরেন শান্ত, ‘আপনি যদি দেখেন ৬-৭ ওভারের পর কিন্তু আমরা নিজেদের পরিকল্পনা সেভাবে বাস্তবায়ন করতে পারিনি। যেটা ম্যাচের ব্যবধান গড়ে দেয়। তারা আমাদের চাপে রেখেছিল।’

অবশ্য পেসারদের তারিফ করে তিনি বলেন, ‘তবে তানজিম সাকিব, মুস্তাফিজ ও তাসকিন ভালো বল করেছে। তবে মাঝের ওভারগুলোতে আমাদের আরও ২-১টি উইকেট প্রয়োজন ছিল। ব্যাটার হিসেবে আমাদের দায়িত্ব নিতে হবে। পাশাপাশি কীভাবে বেশি সময় ক্রিজে থাকা যায়, এবং বড় স্কোর করা যায় সেটা নিয়েও কাজ করতে হবে।’

ক্রিফোস্পোর্টস/১০অক্টোবর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট