Connect with us
ফুটবল

বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচ শেষে যা বললেন কোচ আলী সুজেইন

আলি সুজেইন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ফুটবল ইতিহাসের নিজেদের মাটিতে এই প্রথম মালদ্বীপের বিপক্ষে হারের স্বাদ পেয়েছে লাল-সবুজ বাহিনী। তাইতো এই জয়কে ‘ঐতিহাসিক জয়’ বলে আখ্যায়িত করলেন মালদ্বীপ কোচ আলী সুজেইন।

নভেম্বর উইন্ডোতে ফিফার দুই ম্যাচ প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ সফর করছে মালদ্বীপ। গত (বুধবার) সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। এই ম্যাচে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে সিরিজে এগিয়ে গিয়েছে মালদ্বীপ।

এ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন মালদ্বীপ কোচ আলী সুজেইন। সেখানে প্রথমেই তিনি বললেন, ‘মালদ্বীপের ফুটবল ইতিহাসে ঐতিহাসিক জয় এটি । প্রথমবার বাংলাদেশে জিতল মালদ্বীপ। এর আগে ৪৫ বছরে পারিনি আমরা। এজন্য আমি মালদ্বীপ ফুটবল দলকে ধন্যবাদ জানাতে চাই।’

এই পর্যন্ত মালদ্বীপের বিপক্ষে ১৮ বার মাঠে নেমেছিল বাংলাদেশ। তার মধ্যে ৮ বার জিতেছেন তপু-রাকিবরা। ৬ বার জিতেছে দ্বীপ দেশটি। আর বাকি ৪টি ম্যাচ ড্র হয়েছে। এক সময় মালদ্বীপকে হেসে খেলে হারাত বাংলাদেশ। তবে মাঝে কয়েক বছর বাংলাদেশকে পাত্তাই দেয়নি সুজেইনের শিষ্যরা।

দুই দেশের ফুটবলের তুলনা করে মালদ্বীপ কোচ বলেন, ‘আমি মালদ্বীপে কোচের দ্বায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের বিপক্ষে হার, জিত এবং ড্র সব ছিল। দুই দেশের ফুটবলে আগে অনেক পার্থক্য ছিল। তবে গত কয়েক বছরে প্রায় দল দুটো অনেকটায় সমান।’

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিতলেও খেলোয়াড়দের ফিটনেস পর্যাপ্ত নয় বলে উল্লেখ করেছেন সুজাইন। তিনি বলেন, ‘মাজিয়া এএফসি চ্যালেঞ্জ লিগে খেলেছে ফুটবলাররা। দ্বীপ ভিত্তিক ম্যাচ খেলেছে। তবে এখনও আমাদের ফুটবলারদের ফিটনেস আন্তর্জাতিক পর্যায়ের জন্য যথেষ্ট নয়।’

বাংলাদেশের ফুটবলারদের প্রশংসাও করেছেন সুজেইন। তিনি বলেন,’ অনেক ভালো ফুটবল খেলেছে বাংলাদেশ। তারা দারুণ খেলেছে। আমাদের খেলোয়াড়রা দারুণ খেলেছে। আমার দৃষ্টিতে ম্যান অব দ্য ম্যাচ মোহামেদ ইরুফান। এই জয়ে তার অবদান অনেক।’

প্রসঙ্গত, আগামী শনিবার (১৬ নভেম্বর) সিরিজের দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

আরও পড়ুনঃ টি-টোয়েন্টির যে বিশ্ব রেকর্ডটি এখন থেকে শুধুই ভারতের

ক্রিফোস্পোর্টস/১৪ নভেম্বর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল