Connect with us
ক্রিকেট

মুশফিকের আউট নিয়ে যা বললেন ‘ধারাভাষ্যকার’ তামিম ইকবাল

মুশফিকের আউট নিয়ে যা বললেন ‘ধারাভাষ্যকার’ তামিম ইকবাল। ছবি- সংগৃহীত

আজ অন্য এক ভূমিকায় দেশ সেরা ওপেনার তামিম ইকবালকে দেখতে পারলো ক্রিকেট ভক্তরা। সচরাচর উইকেটে দাঁড়িয়ে ব্যাট চালাতে অভ্যস্ত বাংলাদেশের সাবেক অধিনায়কের আজ আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হয়ে গেল। তামিমের এই নতুন ভূমিকায় অভিষিক্ত হওয়ার পরই উইকেটে ব্যাট করতে থাকা বন্ধু মুশফিকুর রহিমও তামিম ইকবালসহ দেশের ক্রিকেট ভক্তদের অন্য রকম এক ঘটনার সাক্ষী করলো।

তামিম ইকবালের মাইক্রোফোন হাতে ধারাভাষ্য কক্ষে বসা যদিও এবারই প্রথম নয়। এর আগেও বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) ধারাভাষ্যকার হিসেবে অভিজ্ঞতা হয়েছিল খান সাহেবের। সেটাও এই মিরপুরের হোম অব ক্রিকেটেই। তবে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের আজ একটু অন্যভাবে আউট হয়েই সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতারই যেন স্বাদ দিলেন মুশফিকুর রহিম।

বন্ধু-সতীর্থ তামিম তখন ধারাভাষ্য দিচ্ছিলেন। এরই মধ্যে হঠাৎ ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউটের শিকার হন দেশের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এমন অভিজ্ঞতা হলো মুশফিকের। স্বাভাবিকভাবেই এভাবে আউট হওয়াটা হতাশ করেছে তামিমকেও। কেননা তখন বিপর্যয় কাটিয়ে বাংলাদেশও ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছিলো সেই সময়েই এমন আউট। তামিম আরও অবাক হয়েছেন, মুশফিকের এই আউটের নিয়ম সম্পর্কে জানা ছিল না।

তামিমও তার হতাশা লুকাননি, ‘৮০ টিরও অধিক টেস্ট খেলা মুশফিককে এভাবে আউট হতে দেখাটা হতাশাজনক। এই আইন সম্পর্কে তার জানা থাকা উচিত ছিল বলে মনে করি।’

তামিম আরও যোগ করেন, ‘নেটে প্র্যাকটিসের অভ্যাস থেকে মুশির এমনটা হতে পারে। নেটে যেহেতু ব্যাটসম্যানের পিছনে কেউ না কেউ থাকে তাই শট খেলে অনেক সময়ই ব্যাটসম্যান হাত দিয়ে বল থামিয়ে দেয়। তবে এসব কথাকেও অজুহাত হিসেবে মনে করেন না তামিম।’

আজ কিউইদের বিপক্ষে স্ট্রাইকে থাকা অবস্থায় একটি বলে রক্ষণাত্মক শট খেলেন মুশফিক। এরপর বলটি ঘুরতে ঘুরতে পপিং ক্রিজের বাইরে চলে যাওয়া অবস্থায় হাত দিয়ে অযথা সরিয়ে দিতে গিয়ে অদ্ভূত এই আউটের শিকার হন তিনি।

মিরপুরের উইকেট নিয়েও কথা বলেন তামিম ইকবাল। আজ শুরু থেকেই মিরপুরের ক্রিজে ভালো টার্ন পাচ্ছে স্পিনাররা, উইকেটও পড়েছে বেশ। আরেক ধারাভাষ্যকার আতহার আলি খান শের-এ-বাংলার উইকেট নিয়ে তামিমকে প্রশ্ন করলে তার উত্তর, ‘মিরপুরে আমার ক্রিকেট খেলার অভিজ্ঞতা দীর্ঘ ১৭ বছরের কিন্তু এখানকার উইকেটে যে কখন কি হয়, কখন কি চলে সেই রহস্যটা আমার কাছেও এখনও অজানা।’

আরও পড়ুন:দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সুখবর পেলেন ৫ বাংলাদেশি ক্রিকেটার 

ক্রিফোস্পোর্টস/০৬ডিসেম্বর২৩/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট