ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনহা— ফুটবলের অন্যতম সেরা উইঙ্গারদের নিয়েও ব্রাজিল নিজেদের শেষ দুটি ম্যাচে মাত্র দুটি গোলের দেখা পেয়েছে, এর মধ্যে একটিও ওপেন প্লে থেকে আসেনি। সম্প্রতি ভেনেজুয়েলার বিপক্ষে হতাশাজনক ড্র’র পাঁচ দিন পর উরুগুয়ের সঙ্গে ১–১ গোলে মান বাঁচিয়েছে ব্রাজিল। এরসঙ্গে নতুন চিন্তা; ২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বে সেলেসাওরা টেবিলের পাঁচ নম্বরে নেমে যাওয়া।
আর এতেই পরবর্তী বিশ্বকাপে ম্যান-ইন ইয়োলোদের খেলার পথ জটিল হচ্ছে। দক্ষিণ আমেরিকার শক্তিশালী দলটি বাছাই পর্বে ১২ ম্যাচে মাত্র পাঁচটিতে জয় পেয়েছে। এর মধ্যে দুটি জয় ছিল পেরুর বিপক্ষে; যারা বর্তমানে তালিকার তলানিতে আছে। দরিভাল জুনিয়রের দল ২০২৫ সালের মার্চে কঠিন কনমেবল প্রতিপক্ষ, কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে।
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এমন দশায় দলে নেইমারের অনুপস্থিতি স্পষ্ট হয়ে উঠেছে। আর সেটা ভালো করেই টের পেয়েছেন ব্রাজিল হেডমাস্টার দরিভাল জুনিয়র। নেইমার জুনিয়রকে দলে চরমভাবে মিস করছেন বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন :
» আইপিএলের মেগা নিলামে কোন দলের বাজেট কত?
» মেসি নন, রোনালদোর অনুষ্ঠানে আজ ঝড় তুলতে আসছেন যিনি
» বছরের শেষ ম্যাচটাও জিততে পারলো না ব্রাজিল
সর্বশেষ উরুগুয়ের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে কথা বলেছে দরিভাল।
ব্রাজিল কোচ বলেন, আমরা সবাই জানি সে (নেইমার) কতটা সক্ষম। আমি চাই সে এমন সময় দলে ফিরে আসুক, যখন দলে তাকে খুব প্রয়োজন। আশা করি সেটা আগামী মার্চে হবে। আমরা শুধু চাই, সে পুরোপুরি সুস্থ হয়ে ফিরে আসুক যাতে সেরা পারফরম্যান্সটা দিতে পারে।
তিনি বলেন, নেইমার থাকলে জাতীয় দলের পারফরম্যান্স আরও ভালো হবে- এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। যদি সে ফিট থাকতো প্রক্রিয়াটি আমাদের জন্য দ্রুত হতো। আমরা চাই সে সুস্থ হয়ে জাতীয় দলে ফিরে আসবে, কারণ সে অপরিহার্য।
নেইমার সর্বশেষ ব্রাজিলের হয়ে ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে। পরে পায়ের ইনজুরিতে ৩২ বছর বয়সী এই ফুটবলার পরবর্তী বছরের বেশিরভাগ সময়ই ক্লাব এবং দেশের হয়ে খেলার বাইরে ছিলেন। পরে ২০২৪ সালের ২১ অক্টোবর সৌদি ক্লাব আল হিলালের হয়ে মাঠে ফেরেন। তবে বেশি দিন মাঠে থিতু হতে পারেননি- সেই নির্মম প্রতিপক্ষ ইনজুরি তাকে আবার মাঠের বাইরে ঠেলে দিয়েছে।
সামনে দলের বিশেষ প্রয়োজন ও কঠিন প্রতিপক্ষ সেই হিসেবে নেইমারের সামনে চার মাস আছে। এই সময়ে তিনি নিজেও খুব করে চাইবেন টিম ব্রাজিলে প্রত্যাবর্তন করতে।
১২৮টি আন্তর্জাতিক ম্যাচে ব্রাজিলের এই ফরওয়ার্ডের নামের পাশে ৭৯টি গোল রয়েছে।
ক্রিফোস্পোর্টস/২১নভেম্বর২০২৪/এসএ