মাঠে নামলেই ইনজুরির খপ্পরে পড়েন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নেইমার জুনিয়র। গত বছরে অক্টোবর থেকে চোটের কারণে মাঠের বাইরে আছেন এই ব্রাজিলিয়ান তারকা। ইনজুরির সঙ্গে নেইমারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেই সম্পর্ক কবে শেষ হবে তার কোনো নিশ্চয়তা নাই।
গত বছর দক্ষিণ আমেরিকার অঞ্চলে উরুগুয়ের বিপক্ষে বাছাই পর্ব খেলার সময় চোটে পড়েন নেইমার। তারপর থেকেই মাঠেই বাইরে অন্যতম সেরা এই ফরওয়ার্ড। গত আসরের কোপা আমেরিকাতে তিনি অংশগ্রহণ করতে পারেননি চোটের কারণে। বাঁ-হাঁটুর অ্যান্টেরিয়ার ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার করাতে হয় নেইমারকে। সেই চোট থেকে সেরে ওঠার জন্য এখনও লড়াই করছেন নেইমার।
আরও পড়ুন:
» লঙ্কার ছয়শো রানের জবাবে নিউজিল্যান্ড গুটিয়ে গেল ৮৮ রানে!
» ৪ বার ফিফা রেফারি ব্যাজ পাওয়া জয়া ফিফা রেফারি থেকে বাদ পড়লেন
লাতিন আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ের পরের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। এই দলে নেই নেইমার। তার জন্য অপেক্ষায় আছে ব্রাজিলের কোচ দলিভাল। নেইমার সম্পর্কে তিনি বলেন,’ আমরা নেইমারের জন্য অপেক্ষা করবো, ধৈর্য ধরবো। সে যদি অক্টোবরে ফিরতে না পারে তাহলে নভেম্বরে ফিরবে। আর তাও যদি না পারে তাহলে ফেব্রুয়ারিতে ফিরবে। তাকে আত্মবিশ্বাসী হতে হবে। চোট থেকে পুরোপুরি মুক্তি পেতে হবে তাকে।’
ব্রাজিলের কোচ আরও বলেন,’ আমরা বুঝতে পেরেছি নেইমার আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। সে যদি সামনের বছরে ফিরে আসে, তাহলে বিশ্ব ফুটবলের সেরাদের একজনকে আমরা আমাদের জাতীয় দলে ফিরে পাব। তার ক্যারিয়ারের স্মরণীয় সময়ে হয়ে থাকবে এটা।’
ক্রিফোস্পোর্টস/২৮সেপ্টেম্বর২৪/এইচআই